সংবাদদাতা, হাওড়া : অভিনেত্রী তথা ইউটিউবার রিয়া কুমারী ওরফে ঈশা আলিয়া খুনের ঘটনায় এবার তাঁর দেওর সন্দীপ কুমারকে গ্রেফতার করল বাগনান থানার পুলিশ। শুক্রবার ধৃত সন্দীপকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১১ দিনের পুলিশি হেফাজত দেন। বৃহস্পতিবার রাতে সন্দীপ রাঁচি থেকে বাগনানে তার দাদা প্রকাশের খোঁজে এলে পুলিশ তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন-আবাস দুর্নীতিতে ফের বিজেপির নাম
ইতিমধ্যেই রিয়ার স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। রিয়ার দাদা অজয় রানার দায়ের করা অভিযোগে প্রকাশের সঙ্গে সন্দীপেরও নাম ছিল। তদন্তে পুলিশ বেশ কিছু সূত্র পেয়েছে। তার ভিত্তিতেই সন্দীপকে গ্রেফতার করা হয়। প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী শ্রদ্ধারও নাম রয়েছে এফআইআরে। সেই সঙ্গে প্রথম পক্ষের স্ত্রীর বাবা-মায়ের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাদের জেরা করতে রাঁচি যাবে বাগনান থানার পুলিশ। এদিকে কীভাবে রিয়া খুন হয়েছিলেন তা জানতে মৃতদেহের ভিসেরা পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি রিয়াকে ঘুমন্ত অবস্থায় গুলি করা হয়েছিল কি না তা জানতে ফরেনসিক পরীক্ষাও করানো হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা গিয়ে রিয়ার শরীরে যেখানে গুলি লেগেছিল সেখান থেকে নমুনা সংগ্রহ করেন। হাওড়ার পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া জানান, ‘‘পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে হয়েছে। এর নেপথ্যে কোনও তৃতীয় পুরুষের অস্তিত্ব আছে কি না তাও দেখা হচ্ছে। শীঘ্রই হত্যা-রহস্য উদঘাটন হবে।’’