দেহরাদুন, ১ জানুয়ারি : দুর্ঘটনার পর থেকে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি আছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। হাসপাতালে তাঁকে দেখতে ঢল নেমেছে ভিআইপি সেলিব্রিটিদের। কিন্তু এটা ঋষভের জন্য মোটেই ভাল ব্যাপার নয়। ভয় থাকছে ইনফেকশনের। ফলে ভিআইপি আনাগোনায় রাশ টানার কথা ভাবা হচ্ছে।
রুরকির সমীপ মোড়ের কাছে শুক্রবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়ে তরুণ ক্রিকেটারের গাড়ি। প্রাণে বাঁচলেও মারাত্মক জখম হয়েছেন ঋষভ। তাঁর মুখ ও মাথায় গুরুতর চোট লেগেছে। ইতিমধ্যেই সেখানে প্ল্যাস্টিক সার্জারি হয়েছে। তবে স্বস্তির খবর এটাই যে, মাথা ও মেরুদন্ডের এম আর আই রিপোর্টে সবকিছু স্বাভাবিক বলা হয়েছে। কিন্তু ঋষভ গোড়ালি ও কব্জিতে চোট পেয়েছেন। এছাড়া হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে। তাঁর পিঠও ছড়ে গিয়েছে। এই অবস্থায় চিকিৎসকরা জানাচ্ছেন, ঋষভ চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আরও পরীক্ষার পর বোঝা যাবে কবে তিনি মাঠে ফিরতে পারবেন। তবে ঋষভ এখন বিপন্মুক্ত।
আরও পড়ুন-পেলেকে শ্রদ্ধাজ্ঞাপন আজ, শেষকৃত্য কাল
এই অবস্থায় তাঁকে (Rishabh Pant) দেখতে হাসপাতালে ভিড় হচ্ছে। শনিবার ঋষভকে দেখতে এসেছিলেন বলিউডের দুই বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর ও অনুপম খের। এসেছিল দিল্লি ক্রিকেট সংস্থার একটি দলও। যারা ঋষভকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে গিয়ে চিকিৎসা করানো যায় কিনা প্রাথমিকভাবে খতিয়ে দেখছে। ডিডিসিএর ডিরেক্টর শ্যাম শর্মা জানিয়েছেন, তিনি হাসপাতালকে বলেছেন ঋষভের কাছে ভিজিটরদের যেতে বারণ করার জন্য। তিনি বলেছেন, ‘‘যাঁরা হাসপাতালে ঋষভকে দেখতে আসছেন, তাদের এখন সেটা না করলেই ভাল। পন্থের কাছে ভিআইপি মুভমেন্ট বন্ধ করতে হবে। লোককে এটা এই জন্য বন্ধ করতে হবে যে, এতে ঋষভের ইনফেকশনের সম্ভাবনা থেকে যাবে”।
ডিডিসিএ কর্তা আরও বলেছেন, ঋষভ এখন বিপন্মুক্ত। ‘‘ও এখন বিপদের বাইরে। সেরে উঠছে। বোর্ডের মেডিক্যাল টিম হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছে। আপাতত এখানেই ওর চিকিৎসা হবে। ঋষভ আমায় বলেছে, রাস্তার একটি গর্তকে পাশ কাটাতে গিয়ে এই ঘটনা ঘটেছে।” বলেছেন শ্যাম।