সংবাদদাতা, পুরুলিয়া : পুরুলিয়ার ৯ ব্লকের ১০টি গ্রামীণ রাস্তা সংস্কারে ৩৩ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য গ্রামোন্নয়ন সংস্থা। আগামী মাসেই রাস্তাগুলিতে সংস্কারের কাজ শুরু হবে। পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, বিভিন্ন এলাকায় মূল রাস্তাগুলি থেকে দূরবর্তী গ্রামগুলির সংযোগ ঘটিয়েছে রাস্তাগুলি।
আরও পড়ুন-হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও ভাল নেই সুমিত্রা সেন
জেলা পরিষদ ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ জেলায় রাস্তা সংস্কারে অর্থবরাদ্দ করলেও বড় বাজেটের রাস্তা নির্মাণ করতে পারে না। রাজ্য গ্রামোন্নয়ন সংস্থা অর্থবরাদ্দ করায় প্রায় একলক্ষ মানুষ উপকৃত হবেন। জানা গিয়েছে ঝালদা এক নম্বর ব্লকে ৬ কিলোমিটার, ঝালদা ২ নং ব্লকে ৫.৩৯ কিলোমিটার, আড়শা ব্লকে ৫.৫ কিলোমিটার, বরাবাজার ব্লকে ৮.৭২ কিলোমিটার, হুড়া ব্লকে ৪.৪৩ কিলোমিটার, পুঞ্চা ব্লকে ৪.৮ কিলোমিটার, পুরুলিয়া ১ নং ব্লকে ৭ কিলোমিটার, রঘুনাথপুর ১ নং ব্লকে ১.৫ কিলোমিটার, নিতুড়িয়া ব্লকে ৩.৮৭ কিলোমিটার রাস্তা পিচ করা হবে। রাস্তা সংস্কারে অর্থবরাদ্দ হওয়ায় খুশি এলাকার মানুষ।