বছরের দ্বিতীয় দিনেই লাইনচ্যুত সূর্যনগরী এক্সপ্রেস

রক্ষণাবেক্ষণের কাজে গাফিলতির কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান। বর্তমানে রেলমন্ত্রক বিভিন্ন রাজ্যে বন্দে ভারত ট্রেনের সূচনা করতেই ব্যস্ত

Must read

প্রতিবেদন : বছরের দ্বিতীয় দিনেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সোমবার ভোর রাতে দুর্ঘটনার কবলে পড়ল মুম্বই-যোধপুর সূর্যনগরী এক্সপ্রেস। লাইনচ্যুত হয় ট্রেনের ৮টি কামরা। সোমবার রাত ৩টা ২৭ মিনিট নাগাদ রাজস্থানের পালির কাছে যোধপুর ডিভিশনের রাজকিয়াওয়াস-বোমাদ্রা সেকশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন-শুভ নববর্ষ লেখা ড্রোন দিয়ে ইউক্রেনে দেদার হামলা রাশিয়ার

রক্ষণাবেক্ষণের কাজে গাফিলতির কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান। বর্তমানে রেলমন্ত্রক বিভিন্ন রাজ্যে বন্দে ভারত ট্রেনের সূচনা করতেই ব্যস্ত। সেই কাজ করতে গিয়ে বিভিন্ন সেকশনে রেলের গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে আগামী দিনে এ ধরনের দুর্ঘটনা বাড়ার আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মুম্বইয়ের বান্দ্রা থেকে ছেড়ে ট্রেনটি যোধপুরের উদ্দেশে রওনা হয়েছিল। রাজস্থানে প্রবেশ করার কিছুক্ষণ পর পালির কাছে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। বিকট শব্দে হঠাৎই লাইনচ্যুত হয়ে পড়ে ৮টি কামরা। তবে ঘটনায় হতাহতের খবর নেই৷

Latest article