দেহরাদুন, ২ জানুয়ারি : ঋষভ পন্থকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল হাসপাতাল কর্তৃপক্ষ। গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু তাঁর ক্ষতে সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। তাই তাঁকে আইসিইউ থেকে একটি আলাদা কেবিনে সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঋষভ এই মুহূর্তে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি। চিকিৎসার জন্য তাঁকে বিদেশের হাসপাতালে নিয়ে যাওয়া হবে কিনা,
তা নিয়েও চিন্তাভাবনা করছেন চিকিৎসক এবং ঋষভের পরিবার।
সোমবার দিল্লি ক্রিকেট সংস্থার প্রধান শ্যাম শর্ম জানিয়েছেন, ‘‘সংক্রমণের ভয়ে আমরা পন্থের পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম, যাতে ওকে আলাদা কেবিনে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সেই পদক্ষেপ নিয়েছেন। পন্থ এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছে।’’ চিকিৎসার দায়িত্বে থাকা এক চিকিৎসক এই প্রসঙ্গে বলেন, ‘‘পন্থের এখন বিশ্রামের প্রয়োজন। শুধু শারীরিক কারণেই নয়, মানসিক সুস্থতার জন্যও এই বিশ্রাম খুব জরুরি। ওঁর ক্ষত এখনও টাটকা রয়েছে। যাঁরা দেখতে আসছেন, তাঁদের সঙ্গে পন্থকে কথা বলতে হচ্ছে। এতে উনি আরও দুর্বল হয়ে পড়ছেন। এছাড়া ক্ষতে সংক্রমণেরও ভয় থাকছে।’’
এদিকে, ঋষভের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন কপিল দেব (Kapil Dev- Rishabh Pant)। প্রাক্তন ভারত অধিনায়ক নিজের অভিজ্ঞতা থেকে মূল্যবান পরামর্শও দিয়েছেন একই সঙ্গে। কপিল বলেছেন, ‘‘এটা একটা বড় শিক্ষা। আমি যখন উঠতি ক্রিকেটার, তখন একবার বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলাম। তারপর থেকে আমার দাদা কোনও দিন আমাকে বাইক ছুঁতেও দেননি। এতবড় দুর্ঘটনার পরও যে পন্থ নিরাপদে রয়েছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’’
কপিল (Kapil Dev- Rishabh Pant) বলেন, ‘‘হতেই পারে তোমার একটা সুন্দর গাড়ি রয়েছে। যেটা অত্যন্ত দ্রুতগতির। কিন্তু সতর্ক থাকতে হবে। তুমি সহজেই একজন অভিজ্ঞ ড্রাইভার রাখতে পারো। নিজে গাড়ি চালানোর কোনও দরকার নেই। অনেকেই গাড়ি চালাতে ভালবাসে। ওদের কাছে এটা প্যাশন। কিন্তু নিজের খেয়ালও তো রাখতে হবে।’’
ড্রাইভার তো রাখতে পারতে, ঋষভকে কপিল
সংক্রমণের আশঙ্কায় সরানো হল কেবিনে