সংবাদদাতা, দুর্গাপুর : মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের উন্নতির জন্য অনেক কিছু করেছেন। বিনিময়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সবক’টি পঞ্চায়েত জিতে দিদিকে উপহার দিন। মঙ্গলবার অণ্ডালের খান্দরা কমিউনিটি হলে, দলের মহিলা কর্মীদের কাছে আবেদন জানালেন মহিলা তৃণমূল রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুন-মজুত করা আলু নিয়ে বিপন্ন হিমঘর মালিকরা
পঞ্চায়েত ভোট নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। তারই জেরে খান্দরা কমিউনিটি হলে পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল ‘পঞ্চায়েতি সভা’ হল। অর্থমন্ত্রী চন্দ্রিমা ছাড়াও ছিলেন রাজ্য সহ-সভানেত্রী স্মিতা বক্সি, জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী, অণ্ডাল ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকার, আইনমন্ত্রী মলয় ঘটক, বিধায়ক হরেরাম সিং ও নরেন্দ্রনাথ চক্রবর্তী, কালোবরণ মণ্ডল প্রমুখ। চন্দ্রিমা বলেন, মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি অনেক কিছু করেছেন। এতে আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছেন মহিলারা। পঞ্চায়েত ভোটে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হচ্ছে। মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়তে নভেম্বরে শুরু হয় ‘চলো গ্রামে যাই’। এবার ‘দিদির দূত’ কর্মসূচি রূপায়ণ ও সফল করার আহ্বান জানিয়ে চন্দ্রিমা বলেন, প্রতিটি বাড়িতে যান, দিদির প্রকল্পের কথা জানান। বিরোধীদের অপপ্রচারের জবাব দিন। সভা শেষে কয়েকজনের বাড়িতেও যান তিনি।