সংবাদদাতা, জঙ্গিপুর : সবুজরক্ষার আন্দোলনে কলকাতার পরিবেশকর্মী পরিমল পাঞ্জির পাশে দাঁড়াল বহরমপুর পুরসভা। পুরভবনে তাঁকে সংবর্ধনা জানানোর পর তাঁর হাতে একটি স্পোর্টস সাইকেল তুলে দেন পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। বুধবার বহরমপুরের রাস্তায় পরিমলকে দেখতে পান তৃণমূলের কিছু কর্মী।
আরও পড়ুন-শীতের আমেজ জমিয়ে দিয়েছে কাঁথির পিঠেপুলি উৎসব
এরপর তাঁকে পুরসভায় অভ্যর্থনা জানানো হয়। তখনই নাড়ুগোপালবাবুর নজরে আসে কাঞ্জিবাবুর পুরনো জরাজীর্ণ সাইকেলটি। পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে দেশের ৩২টি শহর পরিক্রমা করেছেন। তৎক্ষণাৎ পরিকল্পনা অনুযায়ী বুধবার সন্ধ্যায় তুলে দেওয়া হয় নতুন সাইকেল। উল্লেখ্য, চেতলার বাসিন্দা পরিমল কাঞ্জির প্রেসার কুকার, গ্যাস ওভেন সারানোর ব্যবসা। পরিবেশ দূষণমুক্ত রাখতে গাছ লাগানোর আর্জি নিয়ে ২০২১ সালের ১ জানুয়ারি পুরনো সাইকেলে বেরিয়ে পড়েন ভারতভ্রমণে। ইতিমধ্যে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যের ৩২টি রাজধানী সাইকেলে ঘুরেছেন তিনি। গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর পাশাপাশি অনুরোধ করেছেন পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানোর জন্য।