প্রতিবেদন : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার মেঘালয়ে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল মেঘালয় তৃণমূল কংগ্রেস। ৬০ আসনের মেঘালয় বিধানসভার জন্য এদিন ৫২ জনের তালিকা প্রকাশ করেছে দল। এর মধ্যে বর্তমান বিধায়ক ও মেঘালয় ডিস্ট্রিক্ট কাউন্সিল সদস্য মিলিয়ে মোট ১৫ জন রয়েছেন। প্রার্থী তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদেরও। প্রথম পর্যায়ের এই তালিকায় ৫ জন মহিলা প্রার্থী রয়েছেন।
আরও পড়ুন-শাশুড়ি-যশোদাবেন শেষ দেখায় বাধা মোদির পুলিশ
বর্তমান বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. মুকুল সাংমা সোনসাক এবং টিকরিকিলা— এই দুটি বিধানসভা কেন্দ্র থেকে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে মেঘালয়ে বিধানসভা নির্বাচন হবে। দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও মেঘরাজ্যে এই হাড়কাঁপানো প্রবল ঠান্ডাতেও নির্বাচনী উত্তাপ যথেষ্টই। শাসক জোট এনপিপি ও বিজেপি যেখানে এখনও নিজেদের প্রার্থীই খুঁজে পায়নি মেঘালয়ে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস সেখানে মাত্র ৮টি বাদ দিয়ে সব ক’টি আসনেই প্রার্থী ঘোষণা করে দিল। গারো-খাসি-জয়ন্তীয়া এবং শিলং শহরে সবদিক বিবেচনা করে, বিস্তর খতিয়ে দেখে এবং মেঘালয় তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতাদের মতামতকে গুরুত্ব দিয়েই তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে শুক্রবার দুপুরে মেঘালয়ে দলের রাজ্য দফতরে প্রার্থী-তালিকা ঘোষণা করেন ডক্টর মুকুল সাংমা এবং মেঘালয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ।
আরও পড়ুন-রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে রদবদল, এডিজি পদে মনোজ বর্মা
চলতি মাসেই ফের মেঘালয় যাবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গারো-সহ কয়েকটি এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার ও জনসভা করবেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব— তার সবিস্তার প্রচারসূচি তৈরি হচ্ছে। মেঘালয় তৃণমূল কংগ্রেসের প্রধান ডক্টর মুকুল সাংমা বলেন, আমরা আশা করি মেঘালয়ের মানুষ তাঁদের সুনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখেই ভোট দেবেন। তাঁর সংযোজন, এমনিতেই ভগ্ন জনাদেশের কারণে রাজ্যের মানুষ যথেষ্ট যন্ত্রণা ভোগ করছেন। মেঘালয়ের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই আমরা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পৌঁছব।