দ্রুত শেষ হবে আবাস যোজনার কাজ

এই যোজনার বরাদ্দ অর্থ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার দেবে চল্লিশ শতাংশ টাকা এবং ৬০ শতাংশ টাকা দেবে কেন্দ্রীয় সরকার।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : স্বচ্ছ এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে আবাস যোজনার কাজ। শুক্রবার শিলিগুড়ির পর্যটন দফতরের মৈনাক ট্যুরিস্ট লজে বৈঠক শেষ এমনটাই বললেন মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, গ্রামীণ আবাস যোজনা ও গ্রামীণ সড়কের কাজ শুরু হতে চলেছে গোটা বাংলা জুড়ে। অনুমোদন পেয়েছি আমরা। এই কাজগুলি অতি দ্রুততার সঙ্গে যাতে শেষ করা যায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। কাজের বিলম্বের জন্য সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে চাইছেন কাজ তাড়াতাড়ি শেষ করতে। আমাদের লক্ষ্য একটাই রাজ্যের মানুষ যাতে এই সমস্ত প্রকল্পের সুবিধা লাভ করতে পারে।

আরও পড়ুন-৯ জানুয়ারি থেকে তিনদিনের বৈঠকে প্রাধান্য পাবে বিশ্ব অর্থনীতি, ব্যাঙ্কিং সিস্টেম, জি-২০ অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত মহানগরী

গ্রামীণ আবাস যোজনা নিয়েও মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার যে সময় দিয়েছিল কাজ শেষ করার তার মধ্যে সমস্ত কাজ শেষ করা হয়েছে। অন্যান্য অনেক রাজ্য এখনও কাজ শেষ করতে পারেনি। এই যোজনার বরাদ্দ অর্থ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকার দেবে চল্লিশ শতাংশ টাকা এবং ৬০ শতাংশ টাকা দেবে কেন্দ্রীয় সরকার।

Latest article