প্রতিবেদন : অসুস্থ সংগীতশিল্পী তাপস দাসের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিল রাজ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে অসুস্থ শিল্পীকে এসএসকেএম হাসপাতালের কেবিনে ভর্তি করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী অরূপ বিশ্বাস। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।
আরও পড়ুন-অধ্যাপকের বাড়ি থেকে মিলল নগদ ৩২ লাখ
চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানান মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী নিজেও খোঁজখবর নিচ্ছেন অসুস্থ শিল্পীর। মানবিক মুখ্যমন্ত্রীর আর এক ছবি দেখল বাংলা। শিল্পীদের পাশে এর আগেও মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন। এবার আর একবার। মহীনের ঘোড়াগুলি, বাংলা গানের অন্যতম জনপ্রিয় ব্যান্ড। ইতিহাস ছুঁয়ে আজকের সময়ে। এই ব্যান্ডের অন্যতম শিল্পী তাপস দাস। বেশ কিছুদিন ধরেই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। সেইসঙ্গে আর্থিক সংকট। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গেই হস্তক্ষেপ করেন তিনি। মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন চিকিৎসার সবরকমের ব্যবস্থা করতে। চিকিৎসায় কোথাও যেন কোনও ঘাটতি না হয় তা নিশ্চিত করতে বলেন তিনি। শিল্পীর পরিবারের তরফে কৃতজ্ঞতা জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।