রিপোর্ট বলছে গত অর্থবর্ষে তৃণমূল কংগ্রেসের অনুদান প্রাপ্ত অর্থের ৯৬ শতাংশ টাকাই ইলেক্টোরাল বন্ড বা নির্বাচনী বন্ড(Electoral Bond) থেকে এসেছে। দলের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে তৃণমূল কংগ্রেসের(TMC) অনুদান পাওয়া অর্থের পরিমাণ গত বছরের তুলনায় ৪২ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫.৭৪ কোটি টাকা।
আরও পড়ুন-মহীনের ঘোড়াগুলি অসুস্থ শিল্পীর পাশে দাঁড়ালেন মানবিক মুখ্যমন্ত্রী
রাজনৈতিক দলগুলির আয়-ব্যায়ের স্বচ্ছতা রাখতে ইলেক্টোরাল বন্ড পদ্ধতি চালু করেছিল কেন্দ্রীয় সরকার। সেই পথেই শুক্রবার তৃণমূলের তরফে যে বার্ষিক রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ২০২১-২২ অর্থবর্ষে তৃণমূলের মোট আয়ের পরিমাণ ৫৪৫.৭৪ কোটি টাকা। এর মধ্যে ৫২৮.১৪ কোটি টাকা এসেছে নির্বাচনী বন্ড থেকে। ইতিমধ্যেই দলের তরফে এই সংক্রান্ত তথ্য জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। পাশাপাশি তৃণমূলের দলীয় রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দলের প্রাথমিক সদস্য থেকে অনুদান বাবদ ১৪.৩৬ কোটি টাকা পেয়েছে তৃণমূল।
আরও পড়ুন-অধ্যাপকের বাড়ি থেকে মিলল নগদ ৩২ লাখ
তবে ২০২১ সালের বঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর আয়ের পাশাপাশি ব্যয়ও বেড়েছে তৃণমূলের। কারণ অবশ্য পশ্চিমবঙ্গ ছাড়িয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে নিজেদের সংগঠন বিস্তার। তৃণমূলের রিপোর্ট বলছে, ২০২০-২০২১ সালে তৃণমূল কংগ্রেসের ব্যায়ের পরিমাণ ছিল ১৩২.৫২ কোটি টাকা। সেটাই ২০২১-২০২২ সালে বেড়ে দাড়িয়েছে ২৬৮.৩৩ কোটি টাকা। দলের এহেন আর্থিক রিপোর্ট বিস্তারিতভাবে ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে।