রাষ্ট্রপতির থেকে ‘ডিজিটাল ইন্ডিয়া’ পুরস্কার পেল ‘দুয়ারে সরকার’, শুভেচ্ছাবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সেই কাজ ভালভাবে এগিয়ে যাওয়ার জন্য ‘দুয়ারে সরকার’ পোর্টাল চালু হয়েছে। তার ফলে বেশ কিছুটা সুবিধা হয়েছে কাজের।

Must read

২০২০ সালের পয়লা ডিসেম্বর শুরু হয়েছিল রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প। নাগরিকদের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত এই পরিষেবা চালু করা হয়েছিল। সেই কাজ ভালভাবে এগিয়ে যাওয়ার জন্য ‘দুয়ারে সরকার’ পোর্টাল চালু হয়েছে। তার ফলে বেশ কিছুটা সুবিধা হয়েছে কাজের।

আরও পড়ুন-অন্যান্য রাজনৈতিক দলগুলির মতো বেহিসেবি টাকা নয়, দাবি রিপোর্টের

কেন্দ্রের তরফে এবার এই কাজের স্বীকৃতি পাওয়া গেল। তথ্যপ্রযুক্তি মন্ত্রক দুয়ারে সরকার পোর্টালের কাজের প্রশংসা করেছে। তার জন্য ‘ডিজিটাল ইন্ডিয়া’ পুরস্কার দেওয়া হবে। আন্তর্জাতিক স্তরেও প্রশংসা পেয়েছে রাজ্যের এই প্রকল্প। ইউনিসেফের নজর কেড়েছে এই কর্মসূচি।

আরও পড়ুন-মহীনের ঘোড়াগুলি অসুস্থ শিল্পীর পাশে দাঁড়ালেন মানবিক মুখ্যমন্ত্রী

আজ সেই শুভদিনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কৃত হল ‘দুয়ারে সরকার’ প্রকল্প। টুইট বার্তায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘GoWB-এর ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘দুয়ারে সরকার’ আজ মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে প্লাটিনাম পুরস্কার পেয়েছে। এই পুরস্কারটি একটি প্রমাণ যে মুখ্যমন্ত্রী সবার কল্যাণ নিশ্চিত করার জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

 

Latest article