প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী, শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathi) । রবিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন।

Must read

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী (Keshari Nath Tripathi) । রবিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। সূত্রের খবর ডিসেম্বর মাস থেকেই উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর হাত ভেঙে গিয়েছিল।কিন্তু শ্বাসকষ্টের সমস্যা নিয়েই তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। গত সপ্তাহে তাঁকে বাড়ি নিয়ে আসা হয়।

আরও পড়ুন-অধিকারী পরিবার বেইমানির বড় উদাহরণ, জগৎবল্লভপুরের ভরা জনসভায় তোপ যুবনেত্রী সায়নীর

পরিবার সূত্রে খবর, প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী গত ৮ ডিসেম্বর বাথরুমে পড়ে গিয়ে তার হাত ভেঙে যায়। এরপর খেতে সমস্যা হচ্ছিল তাঁর। গত ৩১ ডিসেম্বর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্টের সমস্যা হয়। মূত্রের সমস্যাও দেখা দেয়। দ্রুত তাঁকে প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আজ ভোর পাঁচটা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্য়াগ করেন। উল্লেখ্য তিনি দুইবার করোনা আক্রান্তও হয়েছিলেন।

আরও পড়ুন-বহরমপুর গোরাবাজারে চালু হল অত্যাধুনিক বৈদ্যুতিকচুল্লি, তৃণমূল পরিচালিত পুরসভার আরেক সাফল্যের নজির

এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্রী কেশরী নাথ ত্রিপাঠী জির মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। একজন মহান ব্যক্তিত্ব, আমাদের দেশের জন্য তাঁর অবদান আমাদের সকলের মনে গেঁথে থাকবে। তার আত্মার শান্তি কামনা করি।’

 

এছাড়াও লিখিতভাবে তিনি শোকপ্রকাশ করেছেন।

পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২

স্মারক সংখ্যা: ৬/আইসিএ/এনবি
তারিখ: ৮/১/২০২৩

মুখ্যমন্ত্রীর শোকবার্তা

পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৮ বছর।

কেশরীনাথ ত্রিপাঠী ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন। এছাড়া তিনি বিহার, মিজোরাম ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব পালন করেন। শ্রীত্রিপাঠী উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার ও ওই রাজ্যের মন্ত্রী ছিলেন।

সুপণ্ডিত কেশরীনাথ ত্রিপাঠী বহু গ্রন্থ রচনা করেন।

আমাদের রাজ্যে তাঁর সময়কালের স্মৃতি রাজ্যবাসীর হৃদয়ে অমলিন থাকবে। আমার সঙ্গে তাঁর বিশেষ আন্তরিক ও হৃদ্য সম্পর্ক ছিল।

তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতের এক অপূরণীয় ক্ষতি হল।

আমি কেশরীনাথ ত্রিপাঠীর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মমতা বন্দ্যোপাধ্যায়

Latest article