প্রতিবেদন : দু’বছর পর দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে শামিল হচ্ছে বাংলার ট্যাবলো। ইউনেস্কোর ওয়ার্ল্ড ইনট্যানজিবল হেরিটের তকমা প্রাপ্তির বিষয়টিকে সামনে রেখে রাজ্যের দুর্গাপুজোকে এবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে তুলে ধরার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর কেন্দ্রের সেই সংক্রান্ত কমিটি সংশ্লিষ্ট বিষয় ভাবনাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের কর্তারা জানাচ্ছেন, কেন্দ্রের নতুন নিয়মে কুচকাওয়াজের একদিন আগেও ট্যাবলো বাতিল করে দেওয়া হতে পারে।
আরও পড়ুন-হাওড়ায় মেট্রোর কাজ দেখলেন ফিরহাদ
ট্যাবলো নিয়ে বাংলার বঞ্চনার ইতিহাসও নতুন নয়। এর আগে দুবার বাংলার ট্যাবলো বাতিল করে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। ২০২০ সালে রাজ্যের প্রস্তাবিত ট্যাবলো বাতিল করে দেওয়া হয়। প্রস্তাবিত ওই ট্যাবলোর বিষয় ভাবনা ছিল রাষ্ট্রপুঞ্জের পুরস্কারপ্রাপ্ত কন্যাশ্রী প্রকল্প। কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হয় সরকারি প্রকল্পের প্রচার করা যাবে না কুচকাওয়াজে। একুশে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের ওপর ট্যাবলো দেওয়ার প্রস্তাব দেওয়া হয় রাজ্যের তরফে। সেই ট্যাবলোও দিল্লির মান্যতা পায়নি। সে বিষয়ে কিছু জানানোও হয়নি প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। পরে রাজ্য সরকারের তরফে খোঁজ করা হলে মৌখিকভাবে ট্যাবলো বাতিলের কথা জানানো হয়। এ-বছর অবশ্য দুর্গাপুজো নিয়ে রাজ্যের ট্যাবলোর প্রস্তাব ফেলতে পারেনি কেন্দ্র।
আরও পড়ুন-প্রয়াত কেশরীনাথ ত্রিপাঠী, শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী দুর্গাপুজোর বিষয় ভাবনার ওই ট্যাবলোতে দুর্গাপুজো, ঢাকি, ধুনুচি নাচের মতো পুজোর নানা অনুষঙ্গ থাকবে। নাচ-গানে ফুটিয়ে তোলা হবে পুরো দস্তুর দুর্গাপুজোর আবহ। ট্যাবলোর মাঝখানে থাকবে দুর্গা প্রতিমা। থাকবে ঢাকি ও ধুনুচি নাচের মডেল। লালপাড় শাড়ি পরে শাঁখ বাজিয়ে মহিলাদের মাকে বরণের দৃশ্য ও সিঁদুর খেলার অনুষঙ্গও তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।