প্রতিবেদন : দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বুলডোজ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে কেন্দ্র সরকার। ভবানীপুর উপ নির্বাচনের প্রচারে শুক্রবার এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড সংক্রমণের মোকাবিলায় কেন্দ্র পিএম কেয়ার্স (প্রাইম মিনিস্টার্স সিটিজেন অ্যাসিসটেন্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচ্যুয়েশন) তহবিল গঠন করে। এদিন সেই তহবিল নিয়ে প্রশ্ন তুলে মমতা জানতে চান, ‘পিএম কেয়ার্সের টাকা কোথায় আছে?’ কেন অডিট হবে না?
আরও পড়ুন : দুর্গতদের ত্রাণ অখিলের
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পরিষ্কার জানিয়ে দেন যে বিজেপি–শাসিত কেন্দ্রের চোখরাঙানিতে কাজ কাজ হবে না। বরং তার প্রশ্ন , ‘পিএম কেয়ার্স তহবিলের টাকা কোথায় গেল? এই তহবিলের ভবিষ্যতের ব্যাপারে কি কেউ কিছু জানে? লাখ লাখ কোটি কোটি টাকা গেল কোথায়? কেন কোনওরকম অডিট করা হয়নি? মুখ্যমন্ত্রী রিলিফ ফাণ্ডের অডিট হয়। অথচ পিএম কেয়ার্সের অডিট হয় না কেন্দ্র আবার আমাদের ওপর লেকচারি করছে। কোভিড মহামারী মোকাবিলায় কেন্দ্র আমাদের কী দিয়েছে?’