প্রতিবেদন : জুটমিল শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হল শ্রম দফতরে। শুক্রবার এই বৈঠকে জুটমিল শ্রমিকদের দৈনিক মজুরি, শ্রমিক কোয়ার্টার, দৈনিক শিফট, মিলে মহিলা শ্রমিকদের নাইট শিফট চালু সহ একাধিক বিষয়ে আলোচনা হয়৷
বৈঠকে উপস্থিত আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায় বলেন, জুট শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের অনেক দাবিদাওয়া রয়েছে। বিশেষ করে দৈনিক মজুরি বৃদ্ধির দাবি সহ একাধিক বিষয় রয়েছে৷ এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও তাদের বক্তব্য জানিয়েছন। মালিক পক্ষও তাঁদের সুবিধা অসুবিধার কথা বলেছেন।
আরও পড়ুন :পিএম কেয়ার্সের টাকা কোথায় আছে?’ কেন অডিট হবে না? তোপ মমতার
আগামী ২৫ অক্টোবর আবার বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে এবিষয় গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখন জুটমিল শ্রমিকরা দৈনিক মজুরি পান ৩৭০ টাকা। এই মজুরি কতটা বাড়ানো সম্ভব সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না, শ্রম কমিশনার জাভেদ আখতার ও অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত। ছিলেন অন্যান্য শ্রমিক নেতারাও। বৈঠকে সকলেই একমত হয়েছেন যে, কোনও অবস্থাতেই যেন শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ বা লকআউট না হয়। শ্রমিকদের দাবীদাওয়া যেমন সঙ্গত একইসঙ্গে। জুটমিল যাঁরা চালান অর্থাৎ মালিকপক্ষের দিকটাও দেখতে হবে।