ভিডিওকন দুর্নীতি (Videocon Case) মামলায় অবশেষে জামিন পেলেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচার (CBI- Chanda Kochhar) ও তাঁর স্বামী দীপক। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে সোমবার তাঁদের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। ফলে জেলমুক্তি ঘটতে চলেছে কোচার দম্পতির। শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, তাঁদের গ্রেফতারি আইন মেনে হয়নি। প্রসঙ্গত, এর আগে তাঁদের গ্রেফতারিকে ‘অবৈধ’ দাবি করে আদালতে জামিনের আবেদন জানিয়েছিল কোচার দম্পতি। শুক্রবার এই মামলার শুনানি স্থগিত রাখে আদালত। সোমবার সেই আবেদনের ভিত্তিতে দু’জনকে জামিন দেওয়া হয়। গত ২৫ ডিসেম্বর ভিডিওকন-আইসিআইসিআই ঋণ দুর্নীতি মামলায় চন্দা কোচার ও তাঁর স্বামী দীপক কোচারকে (CBI- Chanda Kochhar) গ্রেফতার করে সিবিআই। এই মামলায় ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধুতকেও গ্রেফতার করা হয়। কোচারদের পক্ষের আইনজীবী আদালতে সওয়ালের সময় বলেন, সিবিআই দু’জনকে গ্রেফতার করে আইনবিরুদ্ধ কাজ করেছে। গ্রেফতারির সময় সংবিধানসম্মত নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেন কোচার দম্পতির আইনজীবী। তাঁর আরও অভিযোগ, গ্রেফতারির সময় কোনও মহিলা আধিকারিক ছিলেন না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিবিআই। অন্যদিকে, বম্বে হাইকোর্টের এই জামিনের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সম্ভবত আবেদন করতে চলেছে সিবিআই।
আরও পড়ুন-বেনজির দ্বন্দ্ব! বিধানসভা থেকে ওয়াকআউট তামিলনাড়ু রাজ্যপালের