প্রতিবেদন : রাজ্যে শুরু হল হাম ও রুবেলার টিকাকরণ (Ham and Rubella Vaccination)। ৯ মাস থেকে ১৫ বছর বয়সিদের এই টিকাকরণের আওতায় নিয়ে আসতে চাইছে রাজ্য সরকার। আর সেকারণেই সোমবার সকাল থেকে শুরু হল টিকাকরণ (Ham and Rubella Vaccination) প্রক্রিয়া। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি স্কুলের পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলবে টিকা। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে হাম, রুবেলা। আর এই পরিস্থিতির মোকাবিলায় রাজ্যে শিশুদের গণটিকাকরণ। এই প্রতিষেধক নিরাপদ বলে জানিয়েছেন চিকিৎসকরা। যারা আগে এই প্রতিষেধক নিয়েছে তারা ফের প্রতিষেধক নিতে পারবে। বিশেষ নজর দিতে বলা হয়েছে চা-বাগান, আদিবাসী এলাকা এবং ইটভাটায়। সেখানে শিবির করে চলবে টিকাকরণ কর্মসূচি।