প্রতিবেদন : আন্তর্জাতিক মঞ্চে ফের একবার ভারতীয় সিনেমার জয়জয়কার। গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরা গানের শিরোপা জিতে নিল দক্ষিণী সিনেমার আরআরআর ছবির নাটু নাটু গানটি। বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমা বিশেষভাবে বললে একটি আঞ্চলিক ছবির এত বড় সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। বুধবার সকালেই খবর মেলে, গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরা গান হিসাবে নির্বাচিত হয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ছবি আরআরআর সিনেমার জনপ্রিয় গান নাটু নাটু। সেরা অরিজিনাল সং বিভাগে মনোনীত হয়েছিল এই গানটি।
আরও পড়ুন-পদ্ম প্রধানের ভুলে বাড়ি পেল না দিনমজুর
মার্কিন পপ গায়িকা টেলর সুইফটের ক্যারোলিনা, ম্যাভেরিক ছবিতে লেডি গাগার গাওয়া হোল্ড মাই হ্যান্ড, রিহানার গাওয়া ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার ছবির লিফট মি আপের মতো গানের সঙ্গে প্রতিযোগিতা করে নাটু নাটু গোল্ডেন গ্লোব সম্মান ছিনিয়ে নেয়। এই সব নামজাদা গায়ক-গায়িকাদের পিছনে ফেলে এমএম কিরাভানি, কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কণ্ঠে এই গান সেরা অরিজিনাল সং হিসাবে নির্বাচিত হয়। কিরাভানি ছিলেন এই গানের কম্পোজার।