প্রতিবেদন : এক বিরাট মতুয়া মহাসম্মেলন হল নদিয়ার রানাঘাটে। বৃহস্পতিবার। সভায় প্রধান বক্তা ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্যর ভাষণে মতুয়া আন্দোলনের উৎপত্তি থেকে বিজেপির মতুয়াদের নিয়ে রাজনীতি, নানা বিষয় উঠে আসে। বলেন, মতুয়া নিছক কোনও ধর্মীয় আন্দোলন নয়, এটি এক সামাজিক আন্দোলন। কিন্তু বিজেপি এই আন্দোলনকে নিয়ে রাজনীতি করছে। জাগরি বাস্কে বা মুসলিম বিদ্বেষের জিগির তুলে ব্রাহ্মণ্যবাদ সবার ওপর চাপিয়ে দিতে চাইছে। এনআরসি এবং সিএএ-র মাধ্যমে বিজেপি যে দেশে বিভেদের রাজনীতি করতে চাইছে, সে প্রসঙ্গও টানেন ব্রাত্য।
আরও পড়ুন-বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে মুখ খুললেন নোয়াম চমস্কি থেকে অমর্ত্য-কন্যা
অসমের ঘটনার উল্লেখ করেন। শুধু সংখ্যালঘুদের চিহ্নিত করার কথা বলে ১২ লক্ষ হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে। ওরা ২০১৪-র আগে যাদের আবেদন গ্রহণ করা হয়েছে, তাদের কথা বলছে। একবারও বলছে না এখনও আবেদন নেওয়া হবে। অসমে ওরা এই অনাচার করতে পেরেছে কারণ সেখানে ডাবল ইঞ্জিন সরকার চলছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি এই রাজ্যে ওসব করতে দেবেন না। তৃণমূল কংগ্রেস এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বরাবরই সরব। মতুয়া সামাজিক আন্দোলনের অভিমুখকে ঘুরিয়ে দিতে বিজেপি রাজনৈতিক রং লাগানোর ঘৃণ্য রাজনীতি আমদান করছে বাংলায়।