সংবাদদাতা, কোচবিহার: উন্নয়নের পরিকল্পনা নেই। কেন্দ্রীয় মন্ত্রীর ওপর চুরির অভিযোগ। পাঁকে ভরে গিয়েছে দল। তাই আর আস্থা নেই পদ্মে। দলের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেসের জনসভায় তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন ৭ জন বিজেপি কর্মী। বৃহস্পতিবার কোচবিহারের পেস্টারঝার উচ্চ বিদ্যালয়ের মাঠে এই জনসভায় তাঁদের হাতে দলীয় পতকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
আরও পড়ুন-হঠাৎ অসুস্থ দ্রাবিড়,পাশে থাকল সিএবি
ছিলেন কোচবিহার-২ ব্লক সভাপতি সজল সরকার, কোচবিহার ২ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি শুভাশিষ রায়, রঞ্জিত দাস, বরুণ দত্ত, শিখা দাস, শ্যামল কার্জীসহ ব্লক ও অঞ্চলের নেতৃত্বরা। এ বিষয়ে কোচবিহার ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল সরকার বলেন, বিজেপির বিধায়ক এবং বিজেপি সাংসদ তথা প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে মানুষ খুঁজে পাচ্ছেন না। বিজেপির ভাঁওতাবাজি আর মানুষ বিশ্বাস করছেন না। তাই বিজেপি ছেড়ে দলে দলে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে বিজেপি ভাঁওতাবাজি যেমন মানুষের কাছে তুলে ধরছি তেমনি রাজ্য জুড়ে উন্নয়ন এবং দিদির জনমুখী প্রকল্পের সুবিধা মানুষের কাছে তুলে ধরছি।