মুম্বই : শুক্রবার দেশের শেয়ার বাজারের ইতিহাসে তৈরি হল এক নতুন ইতিহাস। শুক্রবার সকালে এই প্রথম বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক বিএসই সেনসেক্স ৬০ হাজারের গণ্ডি পার করল। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সেনসেক্স পৌঁছে গিয়েছিল প্রায় ৬০ হাজারের দোরগোড়ায়। শুক্রবার সকালে বাজার খুলতেই শেয়ার বাজারের ঊর্ধ্বগতি অব্যাহত ছিল। এদিন দুপুরের সময় সেনসেক্স ৩৩৮ পয়েন্টে বৃদ্ধি পেয়ে ৬০৩৩৩ পয়েন্টে পৌঁছয়। কিন্তু বাজার বন্ধের সময় কিছুটা নেমে এসে সেনসেক্স ৬০,০৪৮ পয়েন্টে থিতু হয়।
আরও পড়ুন-সন্ত্রাসে পাক মদত ভারত ও আমেরিকা দু’দেশেই বিপদ
সেনসেক্সের মতোই জাতীয় শেয়ার সূচক নিফটিও এদিন অনেকটাই বেড়েছে। শুক্রবার দুপুরে ১৫৯ পয়েন্ট বেড়ে নিফটি ১৭৯৪৮ পয়েন্টে পৌঁছয়। তবে বাজার বন্ধের সময় নিফটিও কিছুটা পড়ে ১৭৮৫৩ পয়েন্টে থিতু হয়। এদিন এশিয়ান পেন্টস, এইচডিএফসি ব্যাঙ্ক, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো সংস্থার শেয়ারের দাম অনেকটাই বেড়েছে। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন শিল্প সংস্থায় স্বাভাবিক কাজকর্ম বন্ধ ছিল। যে কারণে বাজারে তেমন চাঙ্গাভাব দেখা যায়নি। কিন্তু চলতি বছরের জুন মাসের পর থেকে দেশের শিল্প সংস্থায় উৎপাদন ক্রমশই বাড়ছে। জনজীবনে ক্রমশ স্বাভাবিক হচ্ছে। শেয়ার বাজারেও তার ইতিবাচক প্রভাব পড়েছে।
আরও পড়ুন-ধুঁকছে দুর্ভিক্ষে
পাশাপাশি এবার আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ তাদের ঋণের হারে কোনও পরিবর্তন করেনি। পাশাপাশি আমেরিকা সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন বেশ কয়েকজন মার্কিন শিল্পপতি। ওই বৈঠকে এক মার্কিন শিল্পপতি বলেছেন, এই মুহূর্তে ভারত সারা বিশ্বে লগ্নির ক্ষেত্রে সবচেয়ে ভাল জায়গা। ভারতে এখন সবচেয়ে দ্রুতগতিতে কাজ হচ্ছে। স্টিফেন সাওয়ার্জ নামে ওই মার্কিন শিল্পপতি ভারতে লগ্নির করার ব্যাপারে আশাপ্রকাশও করেছেন। এ সবের কারণেই দেশের শেয়ারবাজার চাঙ্গা হয়ে উঠেছে বলে বিশেষজ্ঞদের ধারণা।