প্রতিবেদন : বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সম্পন্ন দেশের তালিকায় শীর্ষস্থান ধরে রাখল জাপান (Japan- Powerful Passport)। এই নিয়ে টানা পাঁচ বছর প্রথম স্থানটি দখলে রাখল সূর্যোদয়ের দেশ। ২০২২-এর তালিকার তুলনায় এবার দু’ধাপ এগোল ভারত। তালিকায় নিচের দিকে থাকা দেশগুলির মধ্যে রয়েছে যথাক্রমে আফগানিস্তান, ইরাক, বাংলাদেশ, পাকিস্তান প্রভৃতি। এই তালিকা থেকে বোঝা যায়, কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী। যে দেশের পাসপোর্টে (Japan- Powerful Passport) দ্রুত ভিসা পাওয়া যায় বা ভিসা ছাড়াই ভিন দেশে প্রবেশের অনুমতি সহজে পাওয়া যায়, সেই দেশের পাসপোর্টকে শক্তিশালী হিসাবে গণ্য করা হয়। একটি দেশের পাসপোর্ট নিয়ে বিশ্বের ক’টি দেশে সহজে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি করা হয়। এবারও এই তালিকার শীর্ষে জাপান (Japan- Powerful Passport)। বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩ দেশে জাপানের পাসপোর্ট ব্যবহার করে ভিসা ছাড়াই প্রবেশ করা যায়। দ্বিতীয় স্থানে আছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। যৌথভাবে তিন নম্বরে জার্মানি ও স্পেন। এর আগে মূলত ইউরোপীয় দেশগুলিই এই তালিকায় উপরের দিকে থাকত। কিন্তু অতিমারির কারণে নানা জায়গায় বিদেশি নাগরিকদের প্রবেশাধিকারে কোপ পড়েছে। তার ফলেই পিছিয়ে পড়েছে ইউরোপীয় দেশগুলি।
আরও পড়ুন-এনটিপিসি গো ব্যাক পোস্টার পড়ল জোশীমঠে
২০২২-এর তালিকায় ভারত ছিল ৮৭ নম্বরে। দুই ধাপ উঠে ভারত এবার ৮৫ নম্বরে। ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে ৫৯টি দেশে ভিসা ছাড়া যাওয়া যায়। ভারতের সঙ্গে একই স্থানে রয়েছে মৌরিতানিয়া ও উজবেকিস্তান। তালিকার সবচেয়ে নিচে ১০৯ নম্বরে রয়েছে আফগানিস্তান। সেদেশের পাসপোর্টে ভিসা ছাড়া যাওয়া যায় মাত্র ২৭টি দেশে। আফগানিস্তানের ঠিক আগেই রয়েছে ইরাক। তালিকায় নেপাল, বাংলাদেশ ও পাকিস্তান রয়েছে যথাক্রমে ১০৩, ১০১ ও ১০৬ নম্বরে।