নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : দেশের যে কোনও জায়গা থেকে রিমোট ভোটিং মেশিনে ভোটদান ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তাবের বিরোধিতায় তৃণমূল কংগ্রেস সহ সমস্ত বিরোধীরা। সোমবার নির্বাচন কমিশনের সর্বদল বৈঠকে রিমোট ভোটদান ব্যবস্থা নিয়ে বেশ কয়েকটি বিষয়ে আপত্তি জানাল তৃণমূল কংগ্রেস। এদিন রাজ্যের শাসকদলের তরফে উপস্থিত ছিলেন লোকসভার মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। গত ১০ জানুয়ারি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভোটিং ব্যবস্থা নিয়ে, যথাযথ যুক্তিসহ বেশ কয়েকটি বিষয়ে আপত্তি তুলে ধরেন। সেই চিঠিও এদিন নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের আপত্তি এবং যুক্তিকে সমর্থন জানিয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও।
আরও পড়ুন-আইনজীবীদের কালাদিবস
এদিনের বৈঠকে তৃণমূলকেই প্রথম বক্তা হিসেবে নির্বাচিত করা হয়। বৈঠকে তৃণমূলের তরফে বলা হয়, দেশের পরিযায়ী ভোটারের সংখ্যা কত, তার কোনও তথ্য নেই কমিশনের কাছে। তাহলে কীভাবে এই প্রক্রিয়ায় ভোটদান ব্যবস্থা সম্ভব? তৃণমূল কংগ্রেসের বক্তব্য, কমিশন বলেছে ৩০ কোটি লোক ভোটদান থেকে বিরত থাকেন। কিন্তু সেই অনুযায়ী কোনও ডেটা নির্বাচন কমিশনের কাছে নেই।
আরও পড়ুন-আবাসের টাকা চেয়ে ফের চিঠি
বৈঠকে প্রথমে নির্বাচন কমিশনের তরফে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। কমিশনের বক্তব্য, প্রায় ৩০ কোটি মানুষ ভোটদান করেন না। তার অন্যতম কারণ ভিন রাজ্যে থাকা। সেই বিষয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আরভিএমের ক্ষেত্রে আদর্শ আচরণবিধি পালন হবে কীভাবে? ভিন রাজ্যের ভোটারদের ওপর সেখানকার শাসকদল প্রভাব খাটাতে পারে। ফলে অবাধ ভোটদানের বিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।