নয়াদিল্লি : লক্ষ্য, বাংলার পঞ্চায়েত ভোট । তাই প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’র মাধ্যমেই ভোট বৈতরণী পার হওয়ার কৌশল করেছে বিজেপি। প্রতি বছরের মতো এবছরও ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এবারের কর্মসূচি কিছুটা আলাদা। কারণ এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলাদা করে ‘পরীক্ষা পে চর্চা’র মাধ্যমে সাজেশন দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাধ্যমিক পরীক্ষা রাজ্যের বোর্ডের পরীক্ষা। এই প্রথম কোনও রাজ্যের বোর্ড পরীক্ষার জন্য সাজেশন দেবেন মোদি।
আরও পড়ুন-বৈবাহিক ধর্ষণ কি অপরাধ? কেন্দ্রের মত জানতে চাইল শীর্ষ আদালত
এতদিন কেবল কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষার্থীদের জন্যই যে কর্মসূচি নিতে দেখা গিয়েছে তাঁকে। অনেকেই বলছেন, পরীক্ষার্থীদের কেন্দ্র করে নরেন্দ্র মোদির এই শো’কে এবার সুকৌশলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ রাজনৈতিক মহলের মতে, বাংলার পঞ্চায়েত ভোট আসন্ন। তার উপর গত বিধানসভা নির্বাচনে সব শক্তি ব্যবহার করেও লজ্জার হার হয়েছে বিজেপির। তাই এবার বাংলার মাধ্যমিক পরীক্ষার আগে এই কর্মসূচির মাধ্যমে পরীক্ষার্থীদের অভিভাবক তথা ভোটারদের মন জয়ের নয়া কৌশল।
আরও পড়ুন-আরভিএমে আপত্তি তৃণমূলের
যদিও বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মতে, প্রধানমন্ত্রীকে নামিয়ে নিত্যনতুন কর্মসূচি দিয়ে বাজিমাত করার কৌশল আসলে বিজেপির বিরুদ্ধে জনরোষ আড়ালের ব্যর্থ চেষ্টা। তার উপর বাংলাকে তার প্রাপ্য আর্থিক সাহায্য থেকে বঞ্চিত করার যে কৌশল নিয়েছেন বিজেপি নেতারা, তাতে পঞ্চায়েত ভোটে মোদির দল উচিত শিক্ষা পাবে।