প্রতিবেদন : উত্তর কলকাতার নগেন্দ্র মিশনে থেকে পড়াশোনা করা এক যুবকের বিয়েতে সামাজিক জটে ত্রাতা হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঙ্গলবার দুপুরে সটান হাজির হলেন ঘাটালের সাদিচক গ্রামে সন্দীপ বারিকের বাড়ি। সন্দীপ পদার্থবিদ্যায় এমএসসি। পড়াশোনা নগেন্দ্র মিশন থেকেই। সেটি কুণালের (Kunal Ghosh) বাড়ির সামনে। ওই সংস্থার সহ-সভাপতিও তিনি। তাই আগেও সন্দীপকে নানাভাবে সাহায্য করেছেন। সন্দীপ এখন বেসরকারি সংস্থার চাকুরে। কয়েক বছর ধরে তাঁর প্রেম দাসপুরের নিমতলা গ্রামের রুমা গুঁইয়ের সঙ্গে। কিন্তু দু’জনের বিয়েতে পাত্রীর পরিবার থেকে আপত্তি ওঠে। ফলে ফের ‘কুণাল জেঠু’র শরণাপন্ন হন সন্দীপ। কলকাতা থেকে ফোনে সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলে জটিলতা কাটান কুণাল। জটিলতা কেটে রেজিস্ট্রির দিন চূড়ান্ত হতেই কুণালকে ফোনে সন্দীপ অনুরোধ করেন উপস্থিত থাকতে। চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও এক সামাজিক বার্তা দিতে সন্দীপ-রুমার রেজিস্ট্রির দিন হাজির হন কুণাল। সঙ্গে নিয়ে যান কলকাতার মিষ্টি। দুই পরিবারকে পাশাপাশি বসিয়ে ফর্ম ভর্তি করিয়ে নোটিশ জমা করান। শেষে সাংবাদিকদের বলেন, ‘‘সন্দীপকে নগেন্দ্র মিশন থেকে চিনি। খুবই ভাল ছেলে, সন্তানস্নেহে ভালবাসি। পাত্রী রুমাও উচ্চশিক্ষিতা, খুব ভাল মেয়ে। দু’জনে ভালবেসে বিয়ে করতে চেয়েছিল। পরিবারিক জটিলতা তৈরি হয়েছিল। আমি দুই পরিবারের সম্মতিতেই আইনি পথে ওদের চার হাত এক করায় সাহায্য করেছি মাত্র।”
আরও পড়ুন-শপথ নিয়েই উন্নয়নের বার্তা দীপেনের