প্রতিবেদন : কোভিড কালে শিক্ষা প্রসারের মূল স্রোতের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে ইন্টারনেট নির্ভর শিক্ষা ও টেলি শিক্ষা। কোভিড কালের আগে যা পরিচিত ছিল মূলত দূরশিক্ষার মাধ্যম হিসাবেই। এবার সার্বিক শিক্ষার প্রসারে এই আধুনিক শিক্ষা পদ্ধতিকে আরও ছড়িয়ে দেওয়ার ওপর জোর দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। মঙ্গলবার রাজভবনে শিক্ষামন্ত্রী (Education Minister Bratya Basu) ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে তিনি এই বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বুনিয়াদি থেকে উচ্চস্তর পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার ওপরেও বিশেষ জোর দেন। তাঁর মতে, এর ফলে সকলের জন্য শিক্ষার যে লক্ষ্যে নিয়ে সরকার এগোচ্ছে তা পূরণ করা সম্ভব হবে। সময়ের সঙ্গে সঙ্গে ইন্টারনেট নির্ভর শিক্ষা অনলাইন ক্লাস জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু পরিকাঠামোগত ঘাটতির কারণে তা এখনও সর্বাঙ্গীন শিক্ষার মাধ্যম হয়ে উঠতে পারেনি বলে শিক্ষা মহলের অভিমত। কারণ স্মার্ট ফোন বা ইন্টারনেট এখনও সকলের কাছে পৌঁছয়নি। এমত অবস্থায় অতিমারি কালে স্কুল বন্ধ থাকার সময় বিকল্প হিসাবে টেলিভিশন চ্যানেল ও রেডিওকে শিক্ষা প্রসারের মাধ্যম হিসাবে বেছেছিল রাজ্য।
আরও পড়ুন-বিয়েতে সামাজিক জট, মুশকিল আসান কুণাল