প্রতিবেদন : ট্যুইটার, অ্যামাজনের পর এবার কর্মী ছাঁটাই হতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফটে। করোনাজনিত কারণে গোটা বিশ্বেই চরম আর্থিক মন্দা চলছে। মন্দার জেরেই বিশ্বজুড়ে একাধিক বহুজাতিক সংস্থা কর্মী ছাঁটাই করেছে। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, সংস্থাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এবার তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফটও বেশকিছু কর্মীকে ছাঁটাই করবে। বুধবার থেকেই কর্মী ছাঁটাই শুরু করতে চলেছে মাইক্রোসফট।
আরও পড়ুন-কেন বারবার নেপালে বাড়ছে বিমান দুর্ঘটনা?
ব্লুমবার্গের রিপোর্টে নির্দিষ্ট করে বলা হয়েছে, ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকেই কর্মী ছাঁটাই শুরু করতে চলেছে সংস্থা। পরবর্তী ক্ষেত্রে অন্যান্য দফতরেও কর্মী সংখ্যা কমানো হবে। তবে কর্মীর ছাঁটাইয়ের কথা জানতে চাওয়া হলে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেছেন, গুজবের প্রেক্ষিতে সংস্থা কোনও প্রতিক্রিয়া জানাবে না। ২০২৩ সালের শুরুতেই অ্যামাজন একদিনে প্রায় ২০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। গত বছর মেটাও তাদের বিপুলসংখ্যক কর্মীকে অকালে অবসর নিতে বাধ্য করেছিল। একই পথ অনুসরণ করে ট্যুইটারও। এবার সেই পথে হাঁটতে চলেছে মাইক্রোসফট।
আরও পড়ুন-কেন্দ্রের আবেদনে বিস্মিত চন্দ্রচূড়
এর আগে ২০২০ ও ২০২১ সালেও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল মাইক্রোসফট। দ্বিতীয় দফার ছাঁটাইয়ে বেশি প্রভাব পড়েছিল সংস্থার এশীয় শাখায়। বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট বলছে, বিশ্বের অন্যতম বড় সংস্থা মাইক্রোসফটেও মন্দার প্রভাব পড়েছে। সে কারণেই দফায় দফায় কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করেছে এই মার্কিন বহুজাতিক সংস্থাটি বিশ্বজুড়ে মাইক্রোসফটের মোট কর্মীর সংখ্যা প্রায় ১ লাখ ৮০ হাজার। মন্দার কারণে ১ শতাংশ কর্মীকে ছাঁটাই করে সংস্থা। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত কিছু কর্মী ছাঁটাই করা হলেও অচিরেই সংস্থায় নতুন নিয়োগ করা হবে।