সংবাদদাতা, জঙ্গিপুর : রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ বার পথে নামল তৃণমূল। বুধবার মুর্শিদাবাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার ফরাক্কায় ঐতিহাসিক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিক্ষোভ সভা থেকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
আরও পড়ুন-মন্দার জের, মাইক্রোসফটে বহু কর্মী ছাঁটাই
তিনি বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার একটাও রাখেনি।” গত কয়েকদিনে একাধিকবার পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি হয়েছে, তারই সঙ্গে রান্নার গ্যাস, ওষুধ-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। যতদিন কেন্দ্র এই দাম নিয়ন্ত্রণে না আনবে ততদিনই মমতা বন্দ্যোপাধ্যায়র নির্দেশে আন্দোলন চলবে বলেও জানানো হয়। ২০২৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী আসনে না বসা পর্যন্ত বিজেপির বিরুদ্ধে এই আন্দোলন জারি থাকবে। ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান ও ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, যুব সভাপতি হাবিব পারভেজ