সকাল থেকেই আজ ঘন কুয়াশায় ঢাকা আকাশ। কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকেই বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টি শুরু হয়েছে। বুধবারের পর বৃহস্পতিবারেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকে ঘন কুয়াশার দাপটও কমবে। যার জেরে দৃশ্যমানতা বাড়বে। বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকায়। আগামী সাতদিন আবহাওয়া একরকম থাকবে। শুক্রবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে সর্বত্র।
আরও পড়ুন-বিশ্বকাপের মহড়ায় আজ হরমনপ্রীতরা
অন্যদিকে দিল্লিতে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আজ থেকে বাড়বে তাপমাত্রার পারদ। কনকনে ঠান্ডার আমেজ থাকবে যদিও কিছুটা। জানা গিয়েছে আগামী এক সপ্তাহ দিল্লি ছাড়াও, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে।