সংবাদদাতা, শিলিগুড়ি : রবিবার, ২৬ সেপ্টেম্বর দার্জিলিং শহর দিয়ে পর্যটকরা দ্রষ্টব্য জায়গাগুলোয় যেতে পারবেন না। এর জন্য পর্যটক ও দার্জিলিংবাসীর কাছে সহযোগিতার অনুরোধ করা হয়েছে দার্জিলিং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। দার্জিলিঙে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের ও আর্মির রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষা হবে ওইদিন। ওসি ট্রাফিক দার্জিলিং ইনস্পক্টর দর্জি শেরপা বলেন, দার্জিলিঙের ১৮টি কেন্দ্রে সেদিন দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াঙের কয়েক হাজার ছেলেমেয়ে পরীক্ষা দেবেন। পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে ও সময়মতো সেন্টারে পৌঁছনোর সুবিধার জন্যই ২৬ তারিখ সাইট সিন ভিজিট বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। শহরে ট্রাফিক জ্যাম রুখতে অযাচিত চলাচল বন্ধ রাখা হয়েছে রবিবার। যদিও এ নিয়ম শুধুমাত্র দার্জিলিং শহরে প্রযুক্ত হবে। শহরের বাইরে দিয়ে অন্যান্য পর্যটনকেন্দ্রে যেতে পারবেন পর্যটকরা।
আরও পড়ুন: স্কুল খুলে দেওয়ায় ছড়াল কোভিড