রিয়াধ, ২০ জানুয়ারি : অফিসিয়াল না হলেও ম্যাচটা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সৌদি-অভিষেকের। ম্যাচ নিয়ে ছিল তুমুল আগ্রহ। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়রদের পিএসজি’র বিপক্ষে ম্যাচটা হলেও অনেকেই এটাকে এলএম টেন ও সিআর সেভেনের ‘শেষ দ্বৈরথ’ আখ্যা দিয়েছিলেন। শেষ পর্যন্ত এই দ্বৈরথে জয়ী মেসির দলই। মেসির (Lionel Messi- Cristiano Ronaldo) গোলের জবাবে চোখের নিচে চোট পেয়েও জোড়া গোল করেন রোনাল্ডো।
ম্যাচ শেষে ইনস্টাগ্রাম পোস্ট করেন পর্তুগিজ তারকা। মেসির সঙ্গে তাঁর একটি ছবি দিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার কথা বলেছেন সিআর সেভেন। পোস্টে পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী তারকা লিখেছেন, ‘মাঠে ফিরে আমি খুবই খুশি। স্কোরশিটে নাম তুলতে পেরেও। সেই সঙ্গে পুরনো কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হয়েও ভাল লাগছে।’
আরও পড়ুন-হেরেই চলেছে ইস্টবেঙ্গল
এদিকে, পর্তুগালে নিজের পরিবারের জন্য বিশাল অট্টালিকাসম বাড়ি তৈরি করছেন রোনাল্ডো। অবসরের পর সেটাই হবে পর্তুগিজ সুপারস্টারের স্থায়ী ঠিকানা। কিন্তু দেশে নতুন বাড়ির জন্য রাঁধুনি খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছেন সিআর সেভেন। কারণ, সস্ত্রীক রোনাল্ডো এমন একজন শেফ খুঁজছেন যাঁকে পর্তুগিজ খাবার ছাড়াও আন্তর্জাতিক ডিশ তৈরিতেও দক্ষ হতে হবে। শেফের জন্য থাকছে আকর্ষণীয় বেতন। যা ভারতীয় মুদ্রায় মাসে ৪ লক্ষ ৫২ হাজার ২৯৯ টাকার মতো হবে। এই বছর জুনের মধ্যে নতুন বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হবে। এদিকে, রিয়াধে ম্যাচ শুরুর আগে রোনাল্ডো, মেসির (Lionel Messi- Cristiano Ronaldo) সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়ে আপ্লুত বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।