নয়াদিল্লি : প্যাসিভ ইউথেনেশিয়া বা মর্যাদা সহকারে স্বেচ্ছামৃত্যুর জন্য কোনও আইন প্রণয়ন না করে কেন্দ্রীয় সরকার বারবার এই ইস্যুটিকে আদালতে পাঠিয়ে দিচ্ছে। এই মন্তব্য করল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।
আরও পড়ুন-প্রস্রাবকাণ্ড চেপে যায় এয়ার ইন্ডিয়া
প্যাসিভ ইউথেনেশিয়ার জন্য একাধিক মেডিক্যাল বোর্ডের অনুমোদনের প্রয়োজনীয়তা এবং এটি অনুমোদিত হলে অপব্যবহার হওয়ার আশঙ্কার প্রেক্ষাপটে এই সংক্রান্ত শুনানির সময় বিচারপতি কে এম জোসেফ অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজকে বলেন, একটি বিষয় উপলব্ধি করুন। এগুলি এমন ক্ষেত্র যেখানে আইনসভার ক্ষমতা প্রয়োগ জরুরি। অথচ এক্ষেত্রে তা করা হচ্ছে না। পরিবর্তে আদালতের নির্দেশ অনুসারে চলার কথা বলে সরকার বিচারব্যবস্থার উপরে দায় চাপিয়ে দিচ্ছে। মর্যাদা সহকারে স্বেচ্ছামৃত্যুর বিষয়টি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত। আমি মনে করি আপনার জ্ঞানের পরিধি অনেক বেশি, কেন্দ্র যা দিয়েছে তার চেয়ে বেশি কিছু আমাদের কাছে নেই। এই প্রসঙ্গে অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, কেন্দ্রীয় সরকার সমস্যা নিয়ে আলোচনা করেছে এবং সুস্পষ্টভাবে একটি আইন পাশ না করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন-ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, বিতর্ক
বিচারপতি কে এম জোসেফ, অজয় রাস্তোগি, অনিরুদ্ধ বোস, হৃষিকেশ রায় এবং সি টি রবিকুমারের সাংবিধানিক বেঞ্চে প্যাসিভ ইউথেনেশিয়া সংক্রান্ত নিয়মের অভাব এবং মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার নিয়ে শুনানি হয়। ২৪ জানুয়ারি এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার কথা।