প্রতিবেদন : মোহনবাগানের মতো বড় ক্লাবে লক্ষ লক্ষ সমর্থক। তাই সবুজ-মেরুন ক্লাবে চাপও বেশি। এই চাপ সামলাতেই হিমশিম খাচ্ছেন বাগান কোচ জুয়ান ফেরান্দো (Mohun Bagan- Juan Ferrando)। চেন্নাইয়িন ম্যাচের পরে সেই চাপের কথা নিজ মুখেই স্বীকার করেছেন কিয়ান নাসিরিদের হেড স্যার।
ফেরান্দো বলেন, ‘‘মোহনবাগান বড় ক্লাব। এই ক্লাবের সমর্থকরা জয় ছাড়া আর কিছুই চান না। তাই ফুটবলারদের চাপ তো থাকবেই। কিয়ান, লিস্টন, মনবীরদের বয়স কম। সব সময় ওদের পাশে থাকার চেষ্টা করি। ওদের সাহায্য করি। কাজটা কঠিন।’’
আরও পড়ুন-বিশ্বকাপ থেকে বিদায় ভারতের
অন্য ক্লাবে কোচিং করলে তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করতেন। কিন্তু মোহনবাগান ক্লাব বলেই এটা করতে পারছেন না তা সাফ জানিয়েছেন ফেরান্দো (Mohun Bagan- Juan Ferrando)। তিনি বলেন, ‘‘অন্য ক্লাবে কাজ করলে এতটা চাপ থাকে না। সেখানে আরও বেশি তরুণ ফুটবলারদের নিয়ে কাজ করা যায়, সময় পাওয়া যায়, একটা ম্যাচ ড্র করলে কিছু খুঁটিনাটি ব্যাপার বদলানো যায়। এখানে সাফল্য আর ভাল পারফরম্যান্স চাই-ই-চাই। তবে এই চ্যালেঞ্জটা আমি নিয়েছি। তাই এই নিয়ে খুব একটা চাপে নেই।’’ চেন্নাইয়িন ম্যাচ ড্র হলেও প্লে অফের আশা ছাড়ছেন না বাগান কোচ। প্লে অফ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে ফেরান্দো বলেন, ‘‘হায়দরাবাদ ও মুম্বই তো যাবেই। বাকি জায়গাগুলোর জন্য আমাদের লড়াই করতে হবে। ৬-৭টা ম্যাচ এখনও সবার বাকি রয়েছে। ঘরের মাঠে ওড়িশা ও বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। গতবারের চেয়ে এবার হোম ম্যাচের গুরুত্ব অনেক বেশি।’’