প্রতিবেদন : পৃথক কামতাপুর গঠন প্রসঙ্গে শান্তিবৈঠকের নাম করে ধোঁয়াশা বাড়াল বিজেপি। উঠে এল পরস্পরবিরোধী বক্তব্য। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) বলেছেন, কামতাপুর নিয়ে আলোচনা তো দূরের কথা, বিষয়টি নিয়ে কেএলওর তরফে কোনও প্রস্তাবই উত্থাপন করা হয়নি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য সরাসরি খারিজ করে দিয়েছেন কেএলও নেতারা। মুখ্যমন্ত্রীর সঙ্গে শান্তি আলোচনায় উপস্থিত থাকা প্রতিনিধিরা হিমন্তের (Himanta Biswa Sarma) বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন, কী কারণে মুখ্যমন্ত্রী একথা বলেছেন তা বোধগম্য হচ্ছে না। কারণ কামতাপুর গঠনই জীবন সিংহের দীর্ঘদিনের দাবি। এই দাবি আদায়ের জন্যই জীবন নিজের পরিবার, সংসার ছেড়ে মায়ানমারের জঙ্গলে গিয়ে লড়াই করছেন। হঠাৎই এই দাবি থেকে সরে আসার মতো কোনও ঘটনা ঘটেনি। বরং শান্তি আলোচনা শুরুর জন্যই জীবন জঙ্গল ছেড়ে ভারতে এসেছেন। একইসঙ্গে জীবনের উপস্থিতি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। কেএলও নেতাদের দাবি, এই মুহূর্তে তাঁদের নেতা জীবন কেন্দ্রীয় আধাসেনার হেফাজতে রয়েছেন। যদিও হিমন্ত তা মানতে নারাজ। মুখ্যমন্ত্রীর দাবি, অসম পুলিশের হেফাজতেই রয়েছেন জীবন। কেএলও নেতৃত্বের সম্পূর্ণ উল্টো কথা বলছেন অসমের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি নেতা জেনেবুঝেই এই দ্বিচারিতা করছেন। কারণ তিনি জানেন, পৃথক কামতাপুর রাজ্য গড়ে তুলতে গেলে নিজের রাজ্যেই তীব্র বিরোধিতা হবে।
আরও পড়ুন-সংবিধানের মূল কাঠামো ধ্রুবতারার মতো, কেন্দ্রকে জবাব দেশের প্রধান বিচারপতির