রিয়াধ, ২৩ জানুয়ারি : জয় দিয়ে শুরু হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আরব অ্যাডভেঞ্চার। সৌদি প্রো লিগের প্রথম ম্যাচে ইত্তিফাকের বিরুদ্ধে আল নাসেরের হয়ে খেললেন তিনি। যে ম্যাচে রোনাল্ডো গোল না করলেও নজর কেড়েছেন। তাঁর দল জিতেছে ১-০ গোলে।
বিশ্বের সবথেকে দামি খেলোয়াড় হিসেবে আল নাসেরে এসেছেন সিআর সেভেন। ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর রোনাল্ডোর এশিয়ার ক্লাবে পা রাখা নিয়ে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে। ২২,৮৬২ জন দর্শক মাঠে বসে বিশ্বের অন্যতম সেরা তারকার ক্লাব অভিষেক প্রত্যক্ষ করেছেন রবিবার। গোল না পেলেও রোনাল্ডো ম্যাচের দ্বিতীয়ার্ধে হতাশ করেননি। এদিন খেলা দেখেছেন তাঁর বান্ধবী জর্জিনাও।
আরও পড়ুন-আত্মঘাতী আততায়ী
অধিনায়ক হিসাবেই নতুন ক্লাবের হয়ে এই ম্যাচে মাঠে নামেন রোনাল্ডো। তবে সতীর্থদের সঙ্গে বোঝাপড়া তৈরি হতে তাঁর আর একটু সময় লাগবে। প্রথমার্ধে দু’বার বল নিয়ে সহজাত কায়দা দেখতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। শুরুতে রোনাল্ডো গোল লক্ষ্য করে যে শট নিয়েছিলেন, তাও ডিফেন্ডারের হয়ে লেগে বাইরে চলে যায়। খেলার ৩১ মিনিটে আল নাসেরের একমাত্র গোলটি করেন অ্যান্ডারসন তালিস্কা।
আরও পড়ুন-আত্মঘাতী আততায়ী
তবে দ্বিতীয়ার্ধে রোনাল্ডো নিজের স্বাভাবিক খেলা ফিরে পেয়েছিলেন। তিনি বাইসাইকেল কিকে গোল করার চেষ্টা করেন। আরেকবার দুরূহ কোণ থেকে গোলের চেষ্টা করেন। এই জয়ের ফলে রোনাল্ডোর নতুন ক্লাব প্রো লিগে এক নম্বরে থাকল। কোচ রুডি গার্সিয়া তাঁর তারকা ফুটবলারকে স্বচ্ছন্দে খেলতে দিতে চান। তিনি তারকার প্রথম ম্যাচে সন্তুষ্ট।