বিশ্বকে চমকে দিয়ে হঠাৎই যুদ্ধবিধ্বস্ত কিয়েভে হাজির হলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করলেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দুই নেতার সাক্ষাতের ছবি ভাইরাল হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর বরিস (Boris Johnson) বলেছেন, মস্কো বনাম কিয়েভের লড়াইয়ে কিয়েভ জয়ী হবে। ইউক্রেনের মাটি থেকে থেকে রুশ সেনাকে তাড়াতে সফল হবেন জেলেনস্কি। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী সে-দেশের যুদ্ধবিধ্বস্ত বোরোডিয়াঙ্কা এবং বুচায় যান। কথা বলেন সেখানকার কয়েকজন বাসিন্দাদের সঙ্গে। বরিস জনসনের সফরসঙ্গী ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট এবং তাঁর সরকারের পদস্থ আধিকারিকেরা। জেলেনস্কির সঙ্গে ছিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী।
আরও পড়ুন: নেহরু নয়, অর্থনৈতিক ভাবনার পথিকৃৎ নেতাজিই