মূল লক্ষ্য হল মেঘালয়ের (Meghalaya Assembly Election 2023) আর্থিক উন্নয়ন। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানান, নির্বাচনী ইস্তেহার প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞা। শেষ রক্তবিন্দু দিয়ে পালন করবে তৃণমূল। ১০ অঙ্গীকার রয়েছে মেঘ-রাজ্যের নির্বাচনী ইস্তেহারেও। সাংবাদিক বৈঠকে তা বিশ্লেষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ফের স্পষ্ট বার্তা দেন, তৃণমূল মেঘালয়ে বহিরাগত নয়। জোড়াফুল শিবির ক্ষমতায় এলে মেঘালয়ের মানুষই মেঘালয় শাসন করবে।
মঙ্গলবার, শিলংয়ে দলীয় কার্যালয়ে ইস্তেহার প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, এটি প্রতিশ্রুতি নয়, প্রতিজ্ঞা। আর সেই প্রতিজ্ঞা রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে তৃণমূল। বাংলায় নির্বাচনের আগে ইস্তেহারে দশ অঙ্গীকারের কথা জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। একইভাবে অঙ্গীকার করা হয়েছিল রাজ্যে পুরসভা ভোটের ইস্তেহারেও। মেঘ রাজ্যেও তার ব্যতিক্রম হল না। সেখানেও তৃণমূলের নির্বাচনী (Meghalaya Assembly Election 2023) ইস্তেহারে রয়েছে ১০ অঙ্গীকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন, ইস্তেহারে দেওয়া সব অঙ্গীকার গুরুত্ব সহকারে পালন করা হবে। এবিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মেঘালয়ের অর্থনৈতিক উন্নয়নে। মেঘালয়ের বর্তমান বিজেপির জোট সরকারকে একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডবল ইঞ্জিন সরকারের খোঁচা দিয়ে বলেন, রাজ্যে উন্নয়নে কোনও পদক্ষেপ করেনি তারা। বিজেপি সরকারকে ব্যর্থ বলে আক্রমণ করেন তৃণমলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, মেঘালয়ের শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। জোর দেওয়া হবে পর্যটনে। মেঘ রাজ্যের পর্যটনের উন্নয়ন করে, সেখান থেকে অর্থনীতিকে চাঙ্গা করা হবে। ক্ষমতায় এলে মানুষের সমর্থন ছাড়া কোনও সিদ্ধান্ত যে তৃণমূল নেবে না সে বিষয়ও এদিন রাজ্য বাসীকে আস্বস্ত করেন অভিষেক। বলেন, জনজীবন ও প্রাকৃতিক সম্পদের কোনও ক্ষতি করা হবে না।
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ: রেড রোডে শেষ চূড়ান্ত মহড়া, বিশেষ আকর্ষণ কী?
মেঘালয়ের নির্বাচনী ইস্তেহারের ১০ অঙ্গীকারের ব্যাখ্যা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,
• ১ লক্ষ পড়ুয়াকে ল্যাপটপ দেওয়া হবে।
• ২১-৪০ বছর পর্যন্ত বেকারকে প্রতি মাসে ১ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
• মহিলাদের প্রতি মাসে ১হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
• ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ৪গুণ করার লক্ষ্য রাখবে তৃণমূল
• ৫ বছরের মধ্যে ৩ লক্ষ কর্মসংস্থান হবে
• কৃষকদের প্রতি বছর ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।• ইস্তেহারে যে অঙ্গীকার করা আছে, তার কাজ ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে শুরু হবে
মেঘালয়ে তৃণমূলের বিরুদ্ধে বহিরাগত তকমা দিতে তৎপর বিজেপি। এই কুৎসার মোক্ষম জবাব দেন অভিষেক। মঞ্চে বসে তৃণমূল নেতৃত্ব মুকুল সাংমা-সহ অন্যান্যদের দেখিয়ে তিনি বলেন, এঁদের মধ্যে কাদের বহিরাগত বলে আপনার বলে মনে হয়! অভিষেক স্পষ্ট বার্তা দেন, ক্ষমতায় এলে মেঘালয়ের মানুষই মেঘালয় শাসন করবে। ইস্তেহারে দেওয়া সব অঙ্গীকার ক্ষমতায় আসার ১০০দিনের মধ্যেই পালনের কাজ শুরু হবে।