সীমান্ত এলাকায় কড়া নজরদারি

তল্লাশি অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি সোমনাথ ঝা এবং বালুরঘাট থানার ভারপ্রাপ্ত পরিদর্শক শান্তিনাথ পাঁজা

Must read

ব্যুরো রিপোর্ট : সাধারণতন্ত্র দিবসে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে চলছে জোর নজরদারি। মঙ্গলবার উত্তর দিনাজপুরের হেমবাতাবাদ ও দক্ষিণ দিনজাপুরের হিলির সীমান্ত এলাকায় চলল নাকা তল্লাশি। শিলিগুড়ি স্টেশনেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। বালুরঘাটের নারায়ণপুর এলাকার পাবলিক বাসস্ট্যান্ড, হিলি মোড়-সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় বালুরঘাট থানার পুলিশ। তল্লাশি অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি সোমনাথ ঝা এবং বালুরঘাট থানার ভারপ্রাপ্ত পরিদর্শক শান্তিনাথ পাঁজা।

আরও পড়ুন-পঞ্চায়েতের রূপরেখা তৈরিতে সাংগঠনিক সভা

পাশাপাশি হেমতাবাদের বিভিন্ন প্রান্তে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে তল্লাশি চালানো হয়। হেমতাবাদ থানার আইসি অভিজিৎ দত্ত জানিয়েছেন, সারা বছরই নিরাপত্তা আঁটসাঁট থাকে হেমতাবাদে। তবে সাধারণতন্ত্র দিবসের আগে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। অন্যদিকে কালিয়াগঞ্জে রেলস্টেশন, বিবেকানন্দ মোড়, বাসস্ট্যান্ডের পাশাপাশি সুকান্ত মোড়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। পাশাপাশি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শিলিগুড়ি শহর জুড়ে নিরাপত্তা বাড়াল শিলিগুড়ি পুলিশ। নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। নিউ জলপাইগুড়ি স্টেশনে স্নিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়।

Latest article