ভবানীপুর উপনির্বাচনে তাঁর শেষ দিনের প্রচারে বিশ্ব শান্তি সম্মেলন নিয়ে রোম রোম সফর বাতিল হওয়ায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এভাবে আমাকে আটকে রাখা যাবে না। ইতালি সরকার বিশেষ অনুমোদন সাপেক্ষে আমাকে রোমে যাওয়ার আমন্ত্রণ করেছিল। আমি ভেবেছিলাম ওখানে যাবো। কিন্তু কেন্দ্র আমাকে যেতে দিচ্ছে না। তবে আমি এখান থেকেই বিশ্ব শান্তির বার্তা দেবো। এই বাংলা, এই ভবানীপুরের মাটি থেকেই বিশ্ব শান্তির বার্তা দেবো আমি।”
আরও পড়ুন-‘’পুজোয় দিদির উপহার”, রাজ্যের অভাবী মহিলাদের শাড়ি মুখ্যমন্ত্রীর
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘এই প্রথম নয়, আগেও তাঁর বিদেশ সফর বাতিল করা হয়েছিল। শিকাগো ও চিন সফর বাতিল করা হয়েছিল। এই বাংলা শান্তির কথা বলে। এই বাংলা সকলকে নিয়ে চলে, সর্বধর্মের কথা বলে। বাংলা দাঙ্গাকে প্রশ্রয় দেয় না। দাঙ্গাবাজদের কোনও ধর্ম হয় না। আর এই ভবানীপুর তো একটা ছোটখাটো ভারতবর্ষ। যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি সকলের সহাবস্থান।’
এদিন তিনি অসম, উত্তর প্রদেশ, ত্রিপুরায় “গুন্ডারাজ” প্রসঙ্গ তুলে বিজেপিকে তোপ দাগেন। ছাড়েননি কংগ্রেস ও সিপিএমকেও। এই তিন দল যে আঁতাত করে চলে, সেই দাবিও করেন। বিজেপিকে নিশানা করে তিনি জানান, “বিজেপি তো ডান্সিং ড্রাগন। অসমে মৃতদেহ উপর উঠে নাচছে। এটা কোনও রাজনৈতিক দলের কাজ? নাকি তাদের শোভা পায়?”
আরও পড়ুন-সামশেরগঞ্জে প্রচারে তিন তারকা বিধায়ক
ভবানীপুর বিধানসভার অন্তর্গত যদুবাবুর বাজারে শেষ রবিবারের প্রচারে ঝড় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভাতেই তাঁর আগে বক্তব্য রাখেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ মালা রায়, দেবাশিস কুমার প্রমুখ। সবশেষে মমতার প্রচার মঞ্চে আসেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী অনুরোধে “একদিন ঝড় থেমে যাবে…” গানটি দু’লাইন গেয়ে শোনান নচিকেতা।