কৃষকবন্ধু

Must read

যামিনীরঞ্জন মণ্ডল। বাসুদেবপুর, বাঁকুড়া।
আমাদের স্বামী-স্ত্রীর সংসার। কোনও সন্তান নেই। সম্পদ বলতে আড়াই বিঘা কৃষিজমি। কিন্তু চাষের যা খরচ তাতে লাভ প্রায় নেই বললেই চলে। উল্টে ফসল ভালো না হলে ঋণের ফাঁদে পড়তে হয়। ভেবেছিলাম আর চাষ করব না। মা মাটি মানুষের সরকার কৃষকবন্ধু প্রকল্প এনে নতুন করে বাঁচার পথ দেখিয়েছে।

আরও পড়ুন-বিজেপি ডান্সিং ড্রাগন, বাংলা থেকেই বিশ্ব শান্তির বার্তা দেবো, জানালেন মমতা

এই প্রকল্পে বছরে আট হাজার টাকা পাচ্ছি। ধানজমিতে নিড়ান দেওয়ার এবং চাপান সার দেওয়ার টাকা ছিল না। আজ প্রথম কিস্তির চার হাজার টাকায় সবজি, হাটবাজার-সহ মাংস কিনে বাড়ি যাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।

Latest article