প্রতিবেদন: বুধবারই মেয়েদের আইপিএলের ফ্র্যাঞ্চাইজি নিলাম অনুষ্ঠিত হয়েছে। পাঁচ ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে বিসিসিআই-এর ঘরে এসেছে রেকর্ড অর্থ। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, মেয়েদের ক্রিকেটে ঐতিহাসিক দিন। বৃহস্পতিবার একটি সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলে দিলেন, তাঁর মেয়াদকালেই মেয়েদের আইপিএল নিয়ে রূপরেখা তৈরি হয়। আগামী দিনে আরও দল উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) খেলবে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগে পশুপালন দফতরের উদ্যোগ, বিলিতি হাঁসের পালকে হবে শাটল কক
সৌরভ বলেছেন, ‘‘আমি যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম, তখনই সবাই একসঙ্গে বসে মহিলা আইপিএলের রূপরেখা তৈরি করি। আমার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, সচিব জয় শাহ, কোষাধ্যক্ষ অরুণ ধুমল। আমরা একসঙ্গে পুরো পরিকল্পনা সাজিয়েছিলাম। এখন সেটা বাস্তবায়িত হল। এত বড় আকারে মেয়েদের আইপিএল ভারতীয় ক্রিকেটে ছাপ রাখছে দেখে খুব ভাল লাগছে। আমি একেবারেই অবাক হইনি। আগামী দিনে শুধুমাত্র পাঁচটি দলে আটকে থাকবে না ডব্লিউপিএল। আরও অনেক দল খেলবে টুর্নামেন্টে।’’
আরও পড়ুন-সরস্বতী পুজোয় হাজরায় নিজের কলেজ যোগমায়াদেবীতে মুখ্যমন্ত্রী
শুধু মহিলা আইপিএল নয়, ছেলে ও মেয়েদের ক্রিকেটে পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্য দূর করার কাজটাও যে তাঁর মেয়াদেই শুরু হয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন সৌরভ। ঘরের মাঠে সাদা-বলের ক্রিকেটে ভারতের ভাল ফর্ম দেখেও খুশি প্রাক্তন বোর্ড প্রধান। সৌরভের কথায়, ‘‘আমি চাই এই দলটাই বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে খেলুক। নির্বাচক এবং কোচ রাহুল দ্রাবিড় বর্তমান দলটাকেই অক্টোবরে বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখুক। বিরাট কোহলি রান করছে। রোহিত, শুভমনরা ছন্দে। ভারতীয় দল খুবই শক্তিশালী।’’