প্রতিবেদন : পাঞ্জাবের কাছে লজ্জার হারের পর বৃহস্পতিবার আইজল এফসি-র বিরুদ্ধেও হার মহামেডানের। আইজলে গিয়ে এই ম্যাচ খেলতে হলেও এদিন লড়াকু ফুটবলই খেলে কলকাতার অন্যতম প্রধান। কিন্তু সুযোগ নষ্টের খেসারত দিয়ে ম্যাচ হারতে হল মহামেডানকে। আইজল জেতে ১-০ গোলে। ম্যাচের ৬৭ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন হেনরি কিসেকা। এদিনের জয়ে ২০ পয়েন্ট নিয়ে আইজল উঠে এল চারে। মহামেডান ১৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরেই।
আরও পড়ুন-চোট এবার অনুষ্টুপেরও, ফলো অনের লজ্জা নিয়েও লড়াই বাংলার
মহামেডানের একটি গোল বাতিল নিয়ে বিতর্ক তৈরি হয়। কলকাতার দলটির দাবি, কেন লুইসের একটি শট গোললাইনের ভিতর থেকে বাঁচায় আইজলের গোলকিপার। কিন্তু রেফারি বা লাইন্সম্যানের চোখ এড়িয়ে যাওয়ায় তা গোল দেওয়া হয়নি। ম্যাচের পর ভিডিও ফুটেজ-সহ ম্যাচ কমিশনারকে চিঠি দেয় মহামেডান। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে এআইএফএফ-কেও। প্রথমার্ধে মহামেডান দ্বিতীয়ার্ধে ভাল ফুটবল খেলে। মার্কাস যোশেফ এবং নিকোলা স্টোজানোভিচ পরিবর্ত হিসেবে নামার পর গোলের সুযোগ তৈরি হয়। লুইস, নিকোলার শট পোস্টে লেগে ফেরে। সুযোগ কাজে লাগাতে পারেনি মহামেডান।