প্রতিবেদন : বিজেপি কী বলবে। রোজ সকালে উঠে বিজেপির এখন একটাই কাজ, দিদির দূত যাঁরা বাড়ি বাড়ি যাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে জনা দশেক লোক নিয়ে বিক্ষোভ দেখানো। এক শ্রেণির মিডিয়ার দৌলতে সে খবর প্রকাশ্যে আসছে। তৃণমূল কংগ্রেস স্পষ্ট ভাষায় জানিয়েছে, মানুষের অনেক পাওয়া-না পাওয়া এবং সুবিধা-অসুবিধা রয়েছে। তা জানার জন্যেই তো ঘরে ঘরে যাচ্ছেন দিদির দূতেরা।
আরও পড়ুন-রাজনৈতিক প্রতিহিংসায় কুৎসিত আক্রমণ নোবেলজয়ীকে, ভূলুণ্ঠিত বাংলার সম্মান
বিজেপির কীর্তি এবার প্রকাশ্যে চলে এল। ঘটনাস্থল উত্তরের সিতাইয়ের ব্রহ্মচাতরা গ্রাম পঞ্চায়েতের জাটিগারা মাধবচন্দ্র বিদ্যাপীঠ। স্কুলের প্রধান শিক্ষক শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন বিগত দু’বছর ধরে প্রায় আসেনই না। ফলে স্কুল কার্যত লাটে উঠেছে। বাড়িতে বসেই বেতন নেন। তাঁকে ফোনে পাওয়া যায় না। ক্ষুব্ধ এলাকার অভিভাবকরা। ঘটনাস্থলে দাঁড়িয়েই বিধায়ক জগদীশচন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনকে অভিযোগ জানান। দ্রুত এনিয়ে ব্যবস্থা নিতে বলেন। বিধায়ক স্কুলে কী দেখলেন? ৫০০ পড়ুয়ার স্কুলে উপস্থিত মাত্র ১৯ ছাত্রছাত্রী। প্রত্যেকেরই অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অথচ তাকে ফোনে পাওয়া যায় না। সমস্ত কিছু আটকে রয়েছে তার জন্যই। কাউকে চার্জও দেওয়া হয়নি। ফলে পুরো স্কুলই ডুবতে বসেছে বিজেপি বিধায়ক বরেন বর্মনের জন্য। বিজেপির দলবদলু বিরোধী দলনেতার এনিয়ে কোনও কথা বলার সাহস আছে তো?