বীরভূমে তৈরি হবে আরও দুটি নতুন থানা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Police Station- Mamata Banerjee)। মহম্মদ বাজার থানাকে ভেঙে মোট তিনটি থানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল মহম্মদ বাজার, রামপুর এবং দেউচা।
প্রশাসনিক সূত্রে খবর, মহম্মদ বাজার থানা এলাকার মধ্যেই পড়ে দেউচা পাচামি কয়লা খনি এলাকা। মুখ্যমন্ত্রী (Police Station- Mamata Banerjee) আগেভাগেই জানিয়েছেন এশিয়ার বৃহত্তম কয়লা খনি হতে চলেছে দেউচা। সেখানে বড় বিনিয়োগ আসতে চলেছে। পাশাপাশি বিপুল কর্মসংস্থানও হবে। সেকারণেই সেখানে আইনশৃঙ্খলা বজায় রাখা প্রধান লক্ষ্য। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই যাতে সবকিছুই ঠিকঠাক চলে তার জন্যই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে খনি এলাকায় অশান্তি অনেকটাই কমবে বলে মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন:গঠনমূলক সমালোচনাকে স্বাগত, কিন্তু বিদ্বেষ ছড়ানো ভাষণ বন্ধ হওয়া উচিত: মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, সোমবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আজ বিকেলেই বোলপুর পৌঁছনোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন দুপুরে বইমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে বোলপুরের সরকার ডাঙা হেলিপ্যাডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সোমবার রাতে বোলপুরেই থাকবেন তিনি। মঙ্গলবার মালদহের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফর ঘিরে নিরাপত্তা থেকে সভাস্থল তৈরির প্রস্তুতি চলছে জোরকদমে। আর মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের আগে এমন ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।