নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : বিশ্বকাপ জিতে মঙ্গলবার দেশে ফিরলেন শেফালি ভার্মারা। বুধবার আমেদাবাদে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচের আগে বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ টি-২০ মহিলা দলকে সংবর্ধনা জানাবে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ ট্যুইট করে একথা জানিয়েছেন। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং শচীন তেন্ডুলকর। তিনিই শেফালিদের হাতে পুরস্কার তুলে দেবেন। টসের পরেই এই সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে।
আরও পড়ুন-হৃষীকেশের আশ্রমে বিরাট
বিসিসিআই সচিব লিখেছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতরত্ন শচীন তেন্ডুলকর ও বিসিসিআইয়ের শীর্ষকর্তারা বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলকে সংবর্ধনা দেবেন। ১ ফেব্রুয়ারি আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০ মিনিটে এই সংবর্ধনা দেওয়া হবে।’’
বিশ্বকাপ জয়ের পরেই শুভেচ্ছায় ভাসছেন ভারতীয় মেয়েরা। এখনও পর্যন্ত ভারতের সিনিয়র মেয়েরা বিশ্বকাপ জিততে পারেনি। এই প্রথমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হল। প্রথমবারই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় মেয়েরা।