‘নিঃস্বার্থ ক্রিকেটার’ ধোনি

Must read

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এখনও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। এবার আইপিএলের ইতিহাসে সবথেকে নিঃস্বার্থ ক্রিকেটার হিসেবে বেছে নিলেন অনিল কুম্বলে-সহ একঝাঁক প্রাক্তন ক্রিকেট তারকা। এ বছরের আইপিএল মোবাইলে দেখা যাবে। জিও সিনেমা অ্যাপে। এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুম্বলে, ক্রিস গেইল, রবিন উথাপ্পা, স্কট স্টাইরিসরা। সেখানেই ধোনিকে (MS Dhoni) টুর্নামেন্টের সবথেকে নিঃস্বার্থ ক্রিকেটার হিসেবে ভোট দেয় পুরো প্যানেল। প্রত্যেকেই একমত হন যে, চেন্নাই সুপার কিংসের চমকপ্রদ পারফরম্যান্সের ক্ষেত্রে শুধু খেলোয়াড় হিসেবেই নয়, টিম ম্যানেজমেন্টের অন্যতম অংশ হিসেবেও সক্রিয় ভূমিকা পালন করেছেন ধোনি। ব্যক্তিগত স্বার্থের থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন দলের সাফল্যকে। প্রসঙ্গত, ধোনির নেতৃত্বে চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। সব মিলিয়ে ফাইনাল খেলেছে ৯ বার। এ ছাড়া ২৩৪টি আইপিএল ম্যাচের ২০৬ ইনিংসে ৩৯.০২ গড়ে মোট ৪,৯৭৮ রান করেছেন ধোনি। এর মধ্যে রয়েছে ২৪টি হাফ সেঞ্চুরি।

আরও পড়ুন-দিশাহীন বাজেট, সমালোচনা সর্বস্তরে

Latest article