কমল মজুমদার, জঙ্গিপুর : শেষদিনে তারকা-প্রচারে ঝড় উঠল জঙ্গিপুরে। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের রানীনগরের রাজানগর মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের সমর্থনে প্রচারে ছিলেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী, বিধায়ক-চিত্রপরিচালক রাজ চক্রবর্তী ও বিধায়ক-অভিনেত্রী জুন মালিয়া। তিন হেভিওয়েট তারকা সামশেরগঞ্জের পরে এদিন প্রচারে জঙ্গিপুরে এসে ঝড় তুলে বিরোধীদের পালের হাওয়া কেড়ে নিলেন। নিজের ভাষণে বিজেপিকে করোনা ভাইরাস বলে কটাক্ষ করেন সোহম।
আরও পড়ুন : বিপ্লব দেবের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ নিল না ত্রিপুরা পুলিশ
মোদি ও শাহকে কটাক্ষ করে বলেন, ভণ্ড নেতারা বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকিয়ে দেবেন, দু কোটি চাকরি দেবেন, সব ভাঁওতা। ওঁদের একটুও বিশ্বাস করবেন না। জুন মালিয়া বলেন, আপনাদের ভালবাসার টানে দিদির দূত হয়ে এসেছি। আমাদের কাজ দিদির কথা আপনাদের কাছে পৌঁছনো। আপনাদের কথা দিদির কাছে পৌঁছে দেওয়া। রাজ চক্রবর্তী বলেন, জঙ্গিপুর বিধানসভায় যাতে ঠিকঠাক উন্নয়ন হয়, দিদির নজর যাতে জঙ্গিপুরে থাকে, তাই ১ নম্বর বোতাম টিপে জাকির হোসেনকে ১ লক্ষেরও বেশি ভোটে জেতাতে হবে। সভায় ছিলেন বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেন, দলের মুখপাত্র গৌতম ঘোষ প্রমুখ। করোনাবিধি মেনে এদিন শেষ পর্বের প্রচার হয়। দলীয় কর্মীরা এদিন থেকেই বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি করা শুরু করে দিয়েছেন। লক্ষ্য একটাই, মুর্শিদাবাদের দুই কেন্দ্রে জয়।