প্রতিবেদন : অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জিতে ঘরে ফিরলেন বাংলার দুই মেয়ে তিতাস সাধু ও হৃষিতা বসু। সিনিয়র ভারতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে বৃহস্পতিবার আমেদাবাদ থেকেই দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছেন বিশ্বকাপজয়ী দলে বাংলার অপর ক্রিকেটার রিচা ঘোষ। তিতাস ও হৃষিতা বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রাখতেই বরণ করে নেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সিএবি’র শীর্ষকর্তারা। দুই বঙ্গতনয়ার সঙ্গে ফেরেন বিশ্বকাপজয়ী দলের বোলিং কোচ বাংলার রাজীব দত্ত।
আরও পড়ুন-বাংলার বিরুদ্ধে চক্রান্ত, পথে মানুষ
বিশ্বকাপজয়ী দুই বঙ্গকন্যার জন্য বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন তাঁদের পরিবার ও শুভানুধ্যায়ীরা। বিমানবন্দরের লাউঞ্জ থেকে বেরিয়ে আসতেই বিশ্বকাপ ফাইনালের সেরা তিতাসের নামে জয়ধ্বনি দেন ভক্তরা। ফুলে-মালায় বরণ করে নেওয়া হয় তিতাস, হৃষিতাদের। সংবর্ধনায় ভরিয়ে দেওয়া হয় দুই বঙ্গতনয়াকে। বিমানবন্দর থেকে তিতাস রওনা হন হুগলির চুঁচুড়ায় তাঁর বাড়িতে। হৃষিতা ফেরেন হাওড়ার বালটিকুড়ির বাড়িতে। দুই বিশ্বজয়ীকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
বিমানবন্দরে তিতাস বলেন, ‘‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাটা আমাদের মেয়েদের জন্য খুব দরকার ছিল। আমরা পরিশ্রমের ফল পেয়েছি। বিশ্বকাপ জয় আমাদের ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবে।’’ বাংলার পেসার ফাইনালে ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। তিতাস মনে করেন, তাঁর বোলিংয়ে অনেক উন্নতি দরকার। বললেন, ‘‘নিজের বোলিংয়ে উন্নতির পাশাপাশি বড় লক্ষ্যও থাকছে। মেয়েদের আইপিএলে দল পাব বলেই বিশ্বাস। ডব্লুপিএলে ভাল খেললে সিনিয়র ভারতীয় দলে জায়গা পাওয়ার রাস্তা আরও মসৃণ হবে।’’
আরও পড়ুন-পুকুর সংস্কার করে বায়োডাইভার্সিটি পার্ক
বুধবার আমেদাবাদে শচীন তেন্ডুলকর সংবর্ধিত করেন তিতাসদের। সে প্রসঙ্গে তিতাস বলেন, ‘‘শচীন স্যার আমাদের বলেছেন, এই বিশ্বকাপ থেকে আমরা যা শিখেছি তা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এটাকেই হাতিয়ার করে এগোতে।’’ মহেন্দ্র সিং ধোনির ভক্ত হাওড়ার মেয়ে উইকেটকিপার হৃষিতা। বলেছেন, ‘‘২০২৫ সালে সিনিয়র ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগোতে চাই।’’
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বঙ্গ কন্যাদের বরণ করে নিয়ে বলেন, ‘‘তিতাস, রিচা ও হৃষিতা দেশের মুখ উজ্জ্বল করেছে। ওদের রাজ্য সরকার সংবর্ধনা দেবে। প্রত্যেককে ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। আমাদের আশা, আগামী দিনে ওরা সিনিয়র ভারতীয় দলের হয়েও বিশ্বকাপ জিতবে।’’
আরও পড়ুন-শুভমনই ভবিষ্যৎ, বলে দিলেন বিরাট
বৃহস্পতিবার বিকেলেই হাওড়ার বালটিকুড়িতে হৃষিতার বাড়িতে যান রাজ্যের সমবায়মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অরূপ রায়। বিশ্বকাপজয়ী বঙ্গতনয়াকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানিয়ে তাঁর হাতে বেশ কিছু উপহার তুলে দেন মন্ত্রী। সেই সঙ্গে হৃষিতাকে নিজের হাতে মিষ্টিমুখও করান তিনি। অরূপ রায় বলেন, ‘‘হৃষিতা হাওড়ার গর্ব। যে কোনও সমস্যায় আমরা তাঁকে সাহায্য করতে প্রস্তুত।’’