বাজেট ঘোষণার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই বাড়ল দুধের দাম। টান পড়ল মধ্যবিত্তের পকেটে। একধাক্কায় এবার অনেকটাই বাড়ল আমুল দুধের (Amul Milk) দাম। গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং লিমিটেড জানিয়েছে, এক লিটার দুধের দাম বেড়েছে ৩ টাকা করে। আজ, ৩ ফেব্রুয়ারি থেকে এই নতুন দাম শুরু হয়ে গিয়েছে।
আমুল তাজা, আমুল কাউ মিল্ক, আমুল গোল্ড, আমুল এটু বাফেলো মিল্ক– সব ধরনের দুধেই বাড়ছে এই দাম। ফলে আমুল তাজার এক লিটারের প্যাকেটের দাম বেড়ে হল ৫৪ টাকা, কাউ মিল্কের এক লিটারের প্যাকেটের দাম বেড়ে হয়েছে ৫৬ টাকা, আমুল গোল্ড হল ৬৬, আমুল এটু বাফেলো মিল্ক হল ৭০ টাকা লিটার।
আরও পড়ুন: আবু ধাবি থেকে কালিকটগামী এয়ারইন্ডিয়ার বিমানে ধোঁয়া
নতুন বছর শুরু হতেই এই নিয়ে দুবার দুধের দাম (Amul Milk) বাড়ল। গত বছর তিন বার বেড়েছিল আমুল দুধের দাম। সংস্থার দাবি, দুধের উৎপাদনের খরচ এত বাড়ছে, সেই কারণেই দুধের দাম বাড়াতে বাধ্য হচ্ছে তারা। সবমিলিয়ে দুধের দাম ক্রমাগত বাড়ার ফলে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তর। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দিনে দিনে অগ্নিমূল্য হওয়ায় হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। নাগালের বাইরে দুধের দাম চলে যাওয়ায় শিশুদের পেটেও টান পড়ছে।